Gold Price Today: দু’দিন বাদেই বিয়ে? শেষ মুহূর্তে সোনার কেনাকাটি করতে কত খরচ পড়বে, জেনে নিন

Gold-Silver Rate: ডিসেম্বর জুড়েও এক গুচ্ছ বিয়েবাড়ি রয়েছে। বিয়েবাড়িতে একটু সাজগোজ না করলে হয়? আর সোনা ছাড়া সাজ যেন অসম্পূর্ণ।

Gold Price Today: দু'দিন বাদেই বিয়ে? শেষ মুহূর্তে সোনার কেনাকাটি করতে কত খরচ পড়বে, জেনে নিন
ফাইল চিত্র।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 21, 2024 | 9:32 AM

কলকাতা: নভেম্বরের শেষ লগ্নে দাঁড়িয়ে। চারিদিকে বিয়েবাড়ির হিড়িক। ডিসেম্বর জুড়েও এক গুচ্ছ বিয়েবাড়ি রয়েছে। বিয়েবাড়িতে একটু সাজগোজ না করলে হয়? আর সোনা ছাড়া সাজ যেন অসম্পূর্ণ। বিয়ের মরশুমে যদি আপনার সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর রেট কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ১১৬ টাকা। ১০ গ্রামের সোনার দাম রয়েছে ৭১ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ১১ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৬৩০ টাকা। ১০০ গ্রাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দর আজ রয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

আজ রুপোর দামও সামান্য বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ২১০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯২ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।