AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: এক লাখ ছুঁয়ে ফেলল বলে…নতুন বছর পড়তেই ব্যাপক বাড়ল সোনার দাম!

Gold-Silver Rate in Kolkata: ব্যাপক ভিড় সোনার দোকানগুলিতে। এই ভিড় থাকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। এই সময়ে প্রচুর কেনাকাটা হয় সোনাদানার। তবে নববর্ষেই যারা সোনার গহনা কিনছেন, তাদের জন্য বড় ধাক্কা।

Gold Price Hike: এক লাখ ছুঁয়ে ফেলল বলে...নতুন বছর পড়তেই ব্যাপক বাড়ল সোনার দাম!
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Apr 16, 2025 | 2:16 PM

কলকাতা: বাংলা নতুন বর্ষ শুরু হয়েছে। নববর্ষে বহু মানুষই কেনাকাটা করেন। ব্যাপক ভিড় হয় সোনার দোকানগুলিতে। এই ভিড় থাকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। এই সময়ে প্রচুর কেনাকাটা হয় সোনাদানার। তবে নববর্ষেই যারা সোনার গহনা কিনছেন, তাদের জন্য বড় ধাক্কা। একলাফে অনেকটা বাড়ল সোনার দাম। কলকাতায় আজকের সোনার দর কত রয়েছে, জানেন?

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৬ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৮১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৮ হাজার ১৫০ টাকা। গতকাল, নববর্ষের প্রথম দিনে সোনার দাম ছিল ৮৭ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম বেড়েছে ১৩৬৯ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৬২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৬ হাজার ২৩০ টাকা। গতকাল ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৫ হাজার ২০০ টাকা। একদিনেই ১৪৯১ টাকা সোনার দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামই এখন ২২ ক্যারেটের সোনার দামের কাছাকাছি পৌছে গিয়েছে। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ১৭০ টাকা, যা গতকালের তুলনায় ১,১১৬ টাকা বেশি।

রুপোর দাম-

সোনার দাম লাখের গণ্ডির কাছাকাছি। রুপো কিন্তু লাখ পার করে গেল। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছো ১০ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম ১ লক্ষ টাকা। একদিনেই ২০০ টাকা দাম বেড়েছে রুপোর।