দেখলেই চমকে যাবেন! একলাফে ৫০ হাজার টাকা দাম বাড়ল সোনার, আজকের নতুন দর কত?
Gold-Silver Rate in Kolkata on 23rd January 2026: আজ, ২৩ জানুয়ারি ফের বাড়ল সোনার দাম। তাও আবার এক-দুই হাজার নয়, একলাফে ৫৪ হাজার টাকা বাড়ল সোনার দাম। এবার দেড় লাখ থেকে ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি চলে গেল সোনার দাম।

কলকাতা: একদিনের জন্য স্বস্তি। তারপরই আবার আকাশছোঁয়া হল সোনার দাম। আজ, ২৩ জানুয়ারি ফের বাড়ল সোনার দাম। তাও আবার এক-দুই হাজার নয়, একলাফে ৫৪ হাজার টাকা বাড়ল সোনার দাম। এবার দেড় লাখ থেকে ১ লাখ ৬০ হাজারের কাছাকাছি চলে গেল সোনার দাম। একলাফে রুপোর দামও অনেকটা বেড়েছে। আজ কত হল সোনা ও রুপোর দাম, দেখে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ২৩ জানুয়ারি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৫ হাজার ৯৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১৫ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা। একদিনেই ৫৪ হাজার টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম ৫৪০০ টাকা বেড়েছে।
২২ ক্য়ারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ হাজার ৬৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৪ লক্ষ ৬৪ হাজার টাকা। একদিনেই ৪৯ হাজার ৫০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৯৭৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৭৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৯৭ হাজার ৮০০ টাকা। একদিনেই ৪০ হাজার ৫০০ টাকা দাম বেড়েছে সোনার।
রুপোর দাম-
সোনার যেমন দাম বেড়েছে, রুপোরও দাম বেড়েছে সমানভাবে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৩৪ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৩ লক্ষ ৪০ হাজার টাকা। একদিনেই ১৫ হাজার টাকা দাম বেড়েছে।
