AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price: সোনার দাম কমে গেল অনেকটাই, ধনতেরাসে কেনাকাটা করুন নিশ্চিন্তে

Gold Price: সোমবার সোনা ও রুপোর দাম কমেছিল। রবিবারের তুলনায় সোমবার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা করে দাম কমেছিল সোনার। আর সোমবারের পর মঙ্গলবার ফের দাম কমে গেল।

Gold Price: সোনার দাম কমে গেল অনেকটাই, ধনতেরাসে কেনাকাটা করুন নিশ্চিন্তে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 29, 2024 | 11:33 AM
Share

কলকাতা: আজ, মঙ্গলবার ধনতেরাস। এই তিথিতে শুভ মুহূর্তে সোনা কিনে ঘরে আনতে চান অনেকেই। এই দিনে সোনা কিনলে ভাগ্য খুলে যায় বলে প্রচলিত বিশ্বাস আছে। আর সেই ধনতেরাসের আগেই ধাপে ধাপে কমে গেল সোনার দাম। পরপর দু’দিন সোনার দান কমে যাওয়ায় খুশি ক্রেতারা।

সোমবার সোনা ও রুপোর দাম কমেছিল। রবিবারের তুলনায় সোমবার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা করে দাম কমেছিল সোনার। আর সোমবারের পর মঙ্গলবার ফের দাম কমে গেল। প্রতি ১০ গ্রামে ৪৯০ টাকা কমে গেল সোনার দাম।

২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামের দাম কমে হল ৭৯৯৬ টাকা ৩ পয়সা। ২২ ক্যারেট সোনার দাম হল প্রতি গ্রামে ৭৩৩১ টাকা ৩ পয়সা।

সোমবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৮০,৪৬৩ টাকা। মঙ্গলবার সেই দাম কমে হয় ৭৯,৯৬৩ টাকা। তবে রুপোর দামের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হয়নি। মঙ্গলবার দিল্লিতে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ১০১০০০ টাকা। সোমবার এই দাম ছিল ১০১১০০ টাকা।

মঙ্গলবার কলকাতায় সোনার দাম কমে হয়েছে, প্রতি ১০ গ্রামে ৭৯৮১৫ টাকা। সোমবার এই দাম ছিল ৮০,৩১৫ টাকা। রুপোর দাম কলকাতায় প্রতি কিলোগ্রামে ১০০ টাকা করে কমেছে। সোমবার রুপোর দাম ছিল প্রতি কেজিতে ১০১৯০০ টাকা, মঙ্গলবার সেই দাম কমে হয়েছে ১০১৮০০ টাকা।