AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: সপ্তাহের প্রথমদিনেই সস্তা পড়বে সোনা-রুপোর গহনা, দেরি করলে পস্তাবেন খুব

Gold-Silver Price: ফেব্রুয়ারির নরম রোদে প্রেমে ভাসছেন অনেকে। হাজার হোক, প্রেমের মাস বলে কথা। আর প্রেমের মাসে প্রিয়জনকে উপহার দিতেই পারেন সোনার বা রুপোর গহনা। আজ, সপ্তাহের শুরুতেই গহনা কিনলে আপনার পকেটেও চাপ  পড়বে কম।

Gold Price Today: সপ্তাহের প্রথমদিনেই সস্তা পড়বে সোনা-রুপোর গহনা, দেরি করলে পস্তাবেন খুব
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Feb 05, 2024 | 8:37 AM
Share

কলকাতা: দেখতে দেখতে বিদায় নিয়েছে শীত। বইছে মিঠে হাওয়া। ফেব্রুয়ারির নরম রোদে প্রেমে ভাসছেন অনেকে। হাজার হোক, প্রেমের মাস বলে কথা। আর প্রেমের মাসে প্রিয়জনকে উপহার দিতেই পারেন সোনার বা রুপোর গহনা। আজ, সপ্তাহের শুরুতেই গহনা কিনলে আপনার পকেটেও চাপ  পড়বে কম, কারণ অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপোর দাম। রবিবারই এক ধাক্কায় ২০০০ টাকা কমেছিল সোনার দাম। আজও একই দাম বজায় থাকল।

২২ ক্য়ারেট সোনার দাম-

আজ, ৫ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ১০০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে  ৫ লক্ষ ৮১ হাজার টাকা।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৩৮০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম  ৬ লক্ষ ৩৩ হাজার ৮০০ টাকা।

১৮ ক্য়ারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৫৪০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৫৫০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৫,৫০০ টাকা।