
কলকাতা: নতুন বছরের শুরু থেকেই একটা সম্ভবনাময় পরিস্থিতি ছিল, এবার তা পূর্ণ হল। জানুয়ারি থেকে হুড়মুড়িয়ে দাম বাড়ছিল সোনার। বিশেষজ্ঞরা বলেই দিয়েছিলেন, এই ভাবে চলতে থাকলে খুব শীঘ্রই এক লক্ষ টাকা পৌঁছে যাবে সোনার দাম। এবার সেটাই হল। এক পা, এক পা করে এগোতে এগোতে মঙ্গলে সোনা পৌঁছে গেল এক লক্ষ টাকায়।
কোন শহরে কত দাম
মঙ্গলবারের তালিকা অনুযায়ী, দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম চলছে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা। বাণিজ্য শহর মুম্বইয়ে ১ লক্ষ ১ হাজার ৩৫০ টাকা। বেঙ্গালুরুতে দাম মুম্বইয়ের সমান ও সব শেষে কলকাতাতেও দাম ১ লক্ষ ১ হাজার ৩৫০ টাকা।
কোন সোনার কত দাম
প্রসঙ্গত, আজ থেকে ঠিক এক বছর আগে সোনার দাম ছিল ৭০ হাজার টাকার কাছাকাছি। এক বছরে সেই দাম পেরিয়ে গেল ১ লক্ষের গন্ডি। অর্থাৎ কেউ যদি এক বছর আগে ১০ গ্রামের বার কিনে রাখতে। তা হলে এক বছরে মুনাফা এসে দাঁড়াত ৩১ হাজার টাকা।