নতুন বছরের প্রথম দিনেই বাম্পার সেল! আরও সস্তা হল সোনা, এই সুযোগ হাতছাড়া করবেন না
Gold-Silver Price in Kolkata: ১ জানুয়ারিতেই সস্তা হল সোনা। নতুন বছরের শুরুটা তাহলে প্রিয়জনকে সোনার উপহার দিয়েই হোক। সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও।
কলকাতা: নতুন বছরে পা। শুরু হল ২০২৫। আর বছরের প্রথম দিনেই দারুণ সুখবর। ১ জানুয়ারিতেই সস্তা হল সোনা। নতুন বছরের শুরুটা তাহলে প্রিয়জনকে সোনার উপহার দিয়েই হোক। সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ১০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৭৫ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৮১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৮১ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।
রুপোর দাম-
বছরের শুরুতে সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯০ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে রুপোর দাম।