AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: সপ্তাহের শুরুতেই কমে গেল সোনার দাম, রুপোও সস্তা! আজ কত দাম হল?

Gold-Silver Rate in Kolkata on 15th December 2025: হু হু করে চড়ছে দুই ধাতুর দামই। তবে সপ্তাহের শুরুতে আজ মিলল সুখবর। সামান্য হলেও কমল সোনার দাম। অন্যদিকে, বেশ চড়া রুপোর দাম। ইতিমধ্যেই ২ লাখ টাকার গণ্ডি পার করেছিল রুপো। এবার তা সামান্য কমল।

Gold Price Today: সপ্তাহের শুরুতেই কমে গেল সোনার দাম, রুপোও সস্তা! আজ কত দাম হল?
ফাইল চিত্র।Image Credit: Canva
| Updated on: Dec 15, 2025 | 8:48 AM
Share

কলকাতা: ডিসেম্বরের শীতেও উত্তাপ বাড়াচ্ছিল সোনা-রুপোর দাম (Gold-Silver Rate)। হু হু করে চড়ছে দুই ধাতুর দামই। তবে সপ্তাহের শুরুতে আজ মিলল সুখবর। সামান্য হলেও কমল সোনার দাম। অন্যদিকে, বেশ চড়া রুপোর দাম। ইতিমধ্যেই ২ লাখ টাকার গণ্ডি পার করেছিল রুপো। এবার তা সামান্য কমল। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২৪ ক্যারেটের সোনার দাম- 

আজ, ১৫ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৩৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১৩ লক্ষ ৩৯ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ২৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৪২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৪ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৯ হাজার ৭৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।