Gold Price Today: বিয়ের মরশুমে খুশির খবর! রেকর্ড দাম থেকে ৮৫০০ টাকা সস্তা সোনা

Gold Price Today: বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দাম বেড়েছে। পাশাপাশি কমেছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.০৭ শতাংশ অর্থাৎ ১.২১ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৪.৪০ ডলার। অন্যদিকে রুপোর দামও -০.২৮ শতাংশ অর্থাৎ ০.০৬ সেন্ট কমে হয়েছে ২২.১৬ ডলার প্রতি আউন্স।

Gold Price Today: বিয়ের মরশুমে খুশির খবর! রেকর্ড দাম থেকে ৮৫০০ টাকা সস্তা সোনা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 3:30 PM

কলকাতা: সোমবার সোনার দাম সামান্য কমতে দেখা গিয়েছে। সোমবার এমসিএক্সে গোল্ড ফিউচারের (Gold futures) দাম ছিল প্রতি ১০ গ্রামের দাম ৪৮১৭২ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রায় ০.৩০ শতাংশ বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৬১,৩৩৫ টাকা। তবে রেকর্ড দাম থেকে এখনো সস্তা বিকোচ্ছে সোনালি ধাতু। বিয়ের মরশুম চলা সত্ত্বেও সোনার দাম খুব বেশি বাড়তে দেখা যায়নি। রবিবার গয়নার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৬,৭৮০ টাকা অন্যদিকে রুপোর দাম ছিল প্রতি কেজি ৬১,২০০ টাকা।

রেকর্ড দাম থেকে ৮৫০০ টাকা সস্তা সোনা

গত বছরের আগস্ট মাসে সোনার দাম নিজের সর্বকালীন রেকর্ডে পৌঁছেছিল। আগস্ট ২০২০-তে গয়নার বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৫,৪০০ টাকা ছিল। যদি আজকের সোনার দামের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সোনার দাম এখনও সর্বকালীন রেকর্ড থেকে প্রায় ৮৫০০ টাকা সস্তা বিকোচ্ছে।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ সামান্যই বেড়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৭৩৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৭,৮৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৭,৩৫০ টাকা এবং ৪,৭৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,০০৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪০,০৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫০,০৫০ টাকা এব ৫,০০,৫০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সোনার দাম আজ শেয়ার বাজারে সামান্যই বেড়েছে। এদিন কমোডিটির (MCX) বাজারে ডিসেম্বর মাসের সোনার দাম ০.১০ শতাংশ অর্থাৎ ৪৬ টাকা বেড়ে হয়েছে ৪৮,২১০.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন ০.০৫ শতাংশ বেড়ে হয়েছে ৬১,১৮১ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম এদিন অনেকটাই বেড়েছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ০.২৯ শতাংশ বেড়ে হয়েছে ২,৩৪৭.১৫ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৯০ শতাংশ কমে হয়েছে ৭৫১.৩৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ৫.৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৬১৭.২০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম -১.৫৩ শতাংশ কমে হয়েছে ৭০.৬৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ০.৫১ শতাংশ বেড়ে হয়েছে ৮৫৩.২০ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে মঙ্গলবার সোনার দাম বেড়েছে। পাশাপাশি কমেছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.০৭ শতাংশ অর্থাৎ ১.২১ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৪.৪০ ডলার। অন্যদিকে রুপোর দামও -০.২৮ শতাংশ অর্থাৎ ০.০৬ সেন্ট কমে হয়েছে ২২.১৬ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম বাড়তে দেখা গিয়েছে।। সোমবার অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম ০.৫৮ শতাংশ বেড়ে হয়েছে ৪১.৬৯ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪৩.৫৯ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ০.৬৫ শতাংশ বেড় হয়েছে ৪১.৫৬ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.৬৪ শতাংশ বেড়ে এবং -০.১৪ শতাংশ কমে হয়েছে ৪২.৬৮ টাকা ও ৪২.৪৪ টাকা।

আরও পড়ুন: 7th Pay Commission: নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীদের মাইনের পাশাপাশি মোদি সরকার বাড়াতে চলেছে ভাতা