Gold Silver Price Today: উৎসবের মরসুমে রোজই চমক দিচ্ছে সোনার দাম

Gold Silver Price Today: এবার উৎসবের মরসুমে রোজই চমক দিচ্ছে সোনার দাম। একদিন কমছে তো আরেকদিন সামান্য লাফ। আজ আবার কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price Today)। তবে রুপোর দাম (Silver Price Today) নিম্নমুখী। কিনতে চাইলে জেনে নিন আজকের সোনা-রুপোর দর জেনে নিন।

Gold Silver Price Today: উৎসবের মরসুমে রোজই চমক দিচ্ছে সোনার দাম
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI

Sep 24, 2024 | 7:42 AM

কলকাতা: পুজোর দিনগোনা শুরু। অক্টোবর থেকে শুরু উৎসবের মরসুম। দুর্গাপুজো, নবরাত্রি, লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি, তালিকা দীর্ঘ। আর পুজো মানেই নানারকমের গয়নায় সাজার পালা। অনেকে আবার পুজোর আগে বোনাসের টাকা দিয়েও সোনারুপো কিনে রাখেন। সঞ্চয়ের এ ছবি বহু ঘরেই দেখা যায়। এবার উৎসবের মরসুমে রোজই চমক দিচ্ছে সোনার দাম। একদিন কমছে তো আরেকদিন সামান্য লাফ। আজ আবার কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price Today)। তবে রুপোর দাম (Silver Price Today) নিম্নমুখী। কিনতে চাইলে জেনে নিন আজকের সোনা-রুপোর দর জেনে নিন-

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম-

আজ, মঙ্গলবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯৮১ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৯ হাজার ৮১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৯৮ হাজার ১০০ টাকা রয়েছে। গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছ ৭৬ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য বেড়েছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫৭১২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ১২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ২০০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম গতকালের তুলনায় সামান্য বাড়লেও রুপোর দাম কিন্তু আজ কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ পড়বে ৯২৯০ টাকা। ১ কেজি রুপোর দর ৯২ হাজার ৯০০ টাকা।