Gold-Silver Price Hike: ট্রাম্পের কলকাঠিতে চড়ছে সোনা, থমকে নেই রুপোও! বুদবুদ কি তবে জমাট বাঁধছে?
Donald Trump, Gold and Silver Price: বিশেষজ্ঞদের মতে, সোনার এই মূল্যবৃদ্ধি আসলে কাঠামোগত। ভূ-রাজনৈতিক টানাপোড়েন, মুদ্রানীতির প্রত্যাশায় বদল ও ডলারের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন বড় অর্থনীতির উদ্যোগ; সব মিলিয়ে সোনা কেনায় ধুম পড়ে গিয়েছে। একই সঙ্গে রিটেল বিনিয়োগকারীরাও রুপোকে ট্রেডিং টুল হিসাবে আর দেখছেন না।

ক্রমাগত রেকর্ড ভাঙছে সোনা। বছরের শুরু থেকেই চড়তে শুরু করেছে এই মহামূল্য ধাতু। আর তার জেরে ওলটপালট হচ্ছে অভিজ্ঞ ট্রেডারদের হিসাবও। এটা কি শুধুই ‘সেফ হেভেন’ সোনায় বিনিয়োগ নাকি এক রাজনৈতিক অনিশ্চয়তা ও শুল্কের হুঁশিয়ারিতে চলা এক আগ্রাসী র্যালি?
হঠাৎ কেন দাম বাড়ছে সোনার?
সোনার এই দাম বাড়ার পিছনে সাধারণ চেনা কারণগুলো কিন্তু নেই। নেই বিশ্ব জুড়ে মন্দা। কোনও বিরাট অর্থনীতিতে মুদ্রাস্ফীতিও নেই। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোও এমন কোনও পদক্ষেপ করেনি যার কারণে দাম বাড়তে পারে। তবুও নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে সোনা। আর এই বৃদ্ধি ঘটছে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজনৈতিক বার্তার সঙ্গে তাল মিলিয়েই।
বিশেষজ্ঞদের মতে, সোনার এই মূল্যবৃদ্ধি আসলে কাঠামোগত। ভূ-রাজনৈতিক টানাপোড়েন, মুদ্রানীতির প্রত্যাশায় বদল ও ডলারের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন বড় অর্থনীতির উদ্যোগ; সব মিলিয়ে সোনা কেনায় ধুম পড়ে গিয়েছে। একই সঙ্গে রিটেল বিনিয়োগকারীরাও রুপোকে ট্রেডিং টুল হিসাবে আর দেখছেন না। বদলে রুপোকে দেখা হচ্ছে কোর অ্যাসেট হিসেবে।
ট্রাম্পের খামখেয়ালিপনা!
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প বাজারে নতুন করে অনিশ্চয়তা ঢুকিয়ে দিয়েছেন। শুল্ক সংক্রান্ত গাজোয়ারি, প্রতিষ্ঠানগত টানাপোড়েন, বিদেশনীতি বদলের ইঙ্গিত; ইত্যাদি বিবিধ কারণেই বিনিয়োগকারীরা সব ছেড়ে ঝুঁকিবিহীন সম্পদের দিকে চলে গিয়েছেন। আবার ইউরোপের দেশগুলোর উপর তাঁর এই শুল্ক ঘোষণার পর এই প্রবণতা আরও বেড়েছে।
সোনা কী করবেন?
ডলারের ওঠানামা, ভারতীয় টাকার দুর্বলতা আর বিশ্ব রাজনীতির উত্তাপ, এই সব মিলিয়ে ভারতেও চড়চড় করে বেড়েছে সোনার দাম। ফলে বেড়েছে গয়নার খরচও। বিয়ের বাজারে বেড়েছে চাপ। তবু ব্যবসায়ীদের কথায়, এখন দাম পড়লেই সোনা কেনা যেতে পারে। তবে এবারের এই র্যালি একটা জিনিস দেখিয়ে দিচ্ছে। বাজার এখন আর কোনও একক ঘটনায় প্রভাবিত হছে না। বাজার হিসাব করছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ঝুঁকি। আর কোনও নীতি যদি বদলায়, অর্থাৎ বাজার যদি অস্বাভাবিক ভাবে পড়ে তাহলে হয়তও বাঁচিয়ে দেবে সোনাই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
