
নয়াদিল্লি: এক সপ্তাহে ১ হাজার ৩৫৪ টাকা। সাম্প্রতিক অতীতে সোনার এই রকম দরবৃদ্ধির নজির স্মরণ করতে পারছেন না বিনিয়োগকারীরা। এই ঘটনা কার্যত অভাবনীয়। কোন সূত্র ধরে বাড়ল সোনার দাম? আগামীতেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে না তো?
শনিবারের হিসাব বলছে, ৪০০ টাকা বেড়ে হলমার্ক সোনার গহনা বা ২২ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ১ লক্ষ ২১ হাজার ৫০ টাকা। একই রকম বৃদ্ধি দেখা গিয়েছে, ২৪ ক্যারেটের খুচরো সোনার ক্ষেত্রেও। ১০ গ্রামের সোনার দাম মোট ১ লক্ষ ২৭ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের ১০ গ্রামের পাকা সোনার বাটের দাম ১ লক্ষ ২৬ হাজার ৭০০ টাকা।
সোমবার এই পাকা সোনার বাটের দাম ছিল প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৩৪২ টাকা। অর্থাৎ এক সপ্তাহে দাম বাড়ল ১ লক্ষ ৩৫৪ টাকা। কিন্তু এমন নজিরবিহীন বৃদ্ধির কারণটাই বা কী? একাংশের বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার নীতি নির্ধারণ নিয়ে তৈরি হওয়া সম্ভবনার জেরে গোটা বিশ্বজুড়ে সোনার দামে এই রকম প্রভাব পড়েছে। আপাতত ভাবে সোনাতেই বিনিয়োগ বাড়িয়েছেন লগ্নিকারীরা।
কিন্তু কী এমন নীতি নির্ধারণ করতে চলেছে ট্রাম্পের সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুদের হার কমাতে চলেছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। তাই সেই সম্ভবনাকে ঘিরেই বাড়তি অর্থের বিনিয়োগ বাড়িয়েছে একাংশের লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের মতে, পরবর্তী সপ্তাহেও এই ভাবে সোনার বিনিয়োগ বাড়তে থাকলে পূর্বের রেকর্ড আবার ছুঁয়ে যেতে পারে সোনা। পৌঁছে যেতে পারে ১ লক্ষ ৩১ হাজার টাকার গন্ডিতে। তবে উল্টো সম্ভবনা যে নেই, এমনটা নয়। লাভের মুখ দেখতেই যদি বিনিয়োগকারীরা টাকা তুলে নেন, সেক্ষেত্রে ১ লক্ষ ২৩ হাজার টাকায় নেমে যেতে পারে ২৪ ক্যারেটের পাকা সোনার বাটের দাম।