
কলকাতা: সোনা কিনতে মন চায়? কিন্তু দাম দেখেই তো হাঁসফাঁস দশা। আজকেও অর্থাৎ শনিবার ২৪ ক্যারেট সোনার দাম গিয়েছে ৯৫ হাজার টাকায়। অর্থাৎ বিনিয়োগ হলে একবারই হবে। কিন্তু কষ্টের টাকা বিনিয়োগ যখন করবেন, তখন জিনিসটা খাঁটি কিনা তাও তো বুঝে নেওয়া দরকার।
বুঝবেন কী করে আপনার কেনা সোনার গহনা খাঁটি নাকি নকল? একটা নয়, হাজারটা পদ্ধতি আছে সোনার স্বচ্ছতা ঠাওর করার। তবে সবচেয়ে প্রচলিত পদ্ধতিটা হল হলমার্ক। সরকার প্রদত্ত এই পন্থাই বুঝিয়ে দেবে আপনার কেনা সোনার গহনা কতটা খাঁটি।
কিন্তু হলমার্কটা সঠিক কিনা বুঝবেন কীভাবে। তার জন্যও রয়েছে পদ্ধতি। সোনা কিনতে গেলে মোট তিনটি জিনিস স্বর্ণকারের কাছ থেকে দেখে নিন। এই তিনটি জিনিস হল, BIS লোগো, সোনার ক্য়ারেটেজ স্বচ্ছতা এবং ছয় সংখ্যার আলফানিউম্যারিক HUID। তবে এই HUID সংখ্যা আগে বিক্রেতারা দেখাতে চাইত না। কিন্তু ২০২৩ সালের পর থেকে এই নম্বর সোনার গহনায় থাকা বাধ্যতামূলক। যা এর বিশুদ্ধতাকে সুনিশ্চিত করবে। এমনকি, এই নম্বরগুলি ঠিক কিনা তাও আপনি যাচাই করে নিতে পারবেন BIS Care অ্য়াপের মাধ্যমে।
এবার ধরুন আপনি যখন কিনেছিলেন, তখন এত কিছু বোঝেননি। চোখ বন্ধ করেই নতুন গহনা বাড়ি এনেছিলেন। তা হলে এখন কি আর তার বিশুদ্ধতা বোঝার উপায় নেই? সেক্ষেত্রে আপনার হলমার্ক গহনার ক্য়ারেটেজ স্বচ্ছতা যাচাই করান। বিশুদ্ধতা নম্বর যদি প্রদত্ত নম্বরের থেকে কম হয়, তবে বিক্রেতার থেকে আপনি ক্ষতিপূরণ পাবেন।