Google Pay: এবার Google Pay দিয়ে পেমেন্ট করলেই কাটবে বাড়তি চার্জ, নতুন নিয়ম লাগু সংস্থার

Google Pay: তবে এটা প্রথম নয়। এর আগেও নানা রকম বিল পেমেন্টের ক্ষেত্রে বাড়তি চার্জ লাগিয়েছে গুগল পে। এর আগে প্রতিবার মোবাইল রিচার্জের জন্য বাড়তি ৩ টাকা করে চার্জ লাগিয়েছিল গুগল-পে।

Google Pay: এবার Google Pay দিয়ে পেমেন্ট করলেই কাটবে বাড়তি চার্জ, নতুন নিয়ম লাগু সংস্থার
গুগুল-পেImage Credit source: Getty Image

|

Feb 20, 2025 | 7:27 PM

কলকাতা: পাড়ার মোড়ে ফুচকা খেতে যাওয়া হোক কিংবা পাঁচ তারা হোটেলে রাত্রী বাস। সব ক্ষেত্রে টাকা মেটানোর জন্য অনলাইন মাধ্যম যেন এখন অন্যতম। এক ক্লিকেই টাকা মিটিয়ে দায়মুক্ত। না আছে, খুচরো পয়সার ঝঞ্ঝা, না রয়েছে নগদ টাকার অভাবের চিন্তা।

আর এই অনলাইন পেমেন্টের প্রসঙ্গে গুগল-পে-এর জুরি মেলা ভার। ব্য়বহারে সহজ হওয়ায় যুব থেকে বয়স্ক পেমেন্ট মাধ্যম হিসাবে সকলের পছন্দের তালিকাতেই জায়গা করে বসেছে এই পেমেন্ট অ্যাপ।

একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬৭ মিলিয়ন নাগরিক প্রতিদিনের সকল পেমেন্টের কাজে গুগল-পে-কেই বেশি ব্যবহার করে থাকেন। অর্থাৎ, দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারী ১০ জনের মধ্য়ে ৮ জনেরই প্রথম পছন্দ গুগল-পে। তবে সেই ব্যবহারকারীদের জন্যই এবার দুঃসংবাদ আনল অনলাইন পেমেন্ট সংস্থা।

জানা গিয়েছে, এবার থেকে প্রতি পেমেন্টেই গ্রাহকের কাছ থেকে বাড়তি চার্জ কাটবে গুগল-পে। তবে এই চার্জ কিন্তু সব পেমেন্টেই লাগু হবে, এমনটা নয়। জানা গিয়েছে, মূলত ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট। যেমন, বিদ্যুৎ বিল কিংবা গ্য়াসের বিল মেটাতে গেলেই এই বাড়তি চার্জ হিসাবে পেমেন্টের পরিমাণ অনুযায়ী ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত চার্জ কাটা হবে।

তবে এটা প্রথম নয়। এর আগেও নানা রকম বিল পেমেন্টের ক্ষেত্রে বাড়তি চার্জ লাগিয়েছে গুগল পে। এর আগে প্রতিবার মোবাইল রিচার্জের জন্য বাড়তি ৩ টাকা করে চার্জ লাগিয়েছিল গুগল-পে।