
নয়াদিল্লি: চাকরিরতদের জন্য সুখবর। বেসরকারি হোক বা সরকারি, ‘লাভের গুড়’ পাবে প্রত্যেকেই। দেবে কেন্দ্রীয় সরকার। শনিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত অর্থবর্ষের জন্য কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ প্রকল্পের সুদ ৮.২৫ শতাংশ সুদ অপরিবর্তীত রাখল কেন্দ্রীয় সরকার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ পিএফ-এ ফের সুদের হার ৮.২৫ শতাংশ করার জন্য সুপারিশ দেওয়া হয় অছি পরিষদের বৈঠকে। সেই ভিত্তিতে অনুমোদনের জন্য রিপোর্ট পাঠানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। অবশেষে শনিবার সেই সুপারিশে অনুমোদন দিল নির্মলার দফতর।
জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পর লাভের মুখ দেখবেন সাত কোটিরও অধিক গ্রাহক। এই প্রসঙ্গে পিটিআই-কে শ্রম মন্ত্রক তরফে জানানো হয়েছে, ‘অর্থ মন্ত্রক ২০২৪-২৫ অর্থবছরে জন্য প্রভিডেন্ট ফান্ডে ৮.২৫ শতাংশ সুদ রাখতে চলেছে, সেই প্রসঙ্গে EPFO দফতরকে বৃহস্পতিবারই আগাম বার্তা দিয়ে দেওয়া হয়েছিল।’
প্রসঙ্গত, প্রভিডেন্ট ফান্ডে কত সুদ দেওয়া হবে, সেই প্রস্তাব দিয়ে থাকে EPFO-এর কেন্দ্রীয় কমিটি বা অছি পরিষদ। প্রতি অর্থবছরের শেষের দিকে বৈঠকে বসেন অছি পরিষদের সদস্যরা। সেখানেই তৈরি হয় EPFO-এর সেই অর্থবর্ষের বার্ষিক সুদের খসড়া। তারপর তা পাঠানো হয় অর্থমন্ত্রকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকে সুপারিশ অনুমোদিত হলে, সেই ভিত্তিতে লাভের গুড় পান প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা।
পরিসংখ্যান বলছে, অর্থবর্ষ ২০১৮-১৯ এ সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ২০১৯-২০ অর্থবর্ষে সুদের হার ছিল ৮.৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক সুদের হার ছিল মোট ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে ধার্য করা হয়েছিল ৮.২৫ শতাংশ।