DA Hike: শেষবারের ডিএ! শতাংশের পারদ কতটা উঠবে? সেই দিকেই তাকিয়ে সরকারি কর্মীরা

DA Hike: জুলাই মাসে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও ঘোষণা করেনি কেন্দ্র। মার্চের ডিএ বৃদ্ধির বিবৃতিতে জানান হয়েছিল, কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে।

DA Hike: শেষবারের ডিএ! শতাংশের পারদ কতটা উঠবে? সেই দিকেই তাকিয়ে সরকারি কর্মীরা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Aug 05, 2025 | 9:53 PM

নয়াদিল্লি: সরকারি কর্মচারীদের জন্য ‘লাভের খবর’। বাড়বে মহার্ঘ ভাতা। যেমন বাড়ে প্রতি বছর। কিন্তু কত শতাংশ? সেই নিয়ে খুব শীঘ্রই মুখ খুলবে কেন্দ্র। সরকার তরফে আগেই জানান হয়েছিল বছরে দু’বার জুলাই ও ডিসেম্বরে ডিএ এবং ডিআর বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হবে। যার দিকে তাকিয়ে ১ কোটি কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, সেই বৃদ্ধি নিয়ে খুব শীঘ্রই ঘোষণা করবে কেন্দ্র। আর এটাই হবে সপ্তম পে কমিশনের আওতায় পাওয়া শেষবারের মহার্ঘ ভাতা।

জুলাই মাসে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও ঘোষণা করেনি কেন্দ্র। মার্চের ডিএ বৃদ্ধির বিবৃতিতে জানান হয়েছিল, কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। যা লাগু হবে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই। সেই ভিত্তিতে কেন্দ্র মারফৎ পাওয়া মোট মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়ায় ৫৫ শতাংশ।

কিন্তু এত গেল পুরনো হিসাব। জুলাইয়ের খাতে কত টাকা মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র। শেয়ার বিনিয়োগকারী সংস্থা এঞ্জেল ওয়ানের একটি প্রতিবেদন অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় গোটা ভারতে ক্রয়ক্ষমতার মানের উপর ভিত্তি করে। যাকে বলা এক কথা বলা হয় অল-ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারস। গত কয়েক মাসে এই ইনডেক্স বেড়ে পৌঁছে গিয়েছে ১৪৪-এর গন্ডি। মার্চে যখন ২ শতাংশ ডিএ বৃদ্ধি হল সেই সময় এই ইনডেক্স ছিল ১৪৩-এ। সুতরাং সেই ভিত্তিতে অনুমান করা যেতে পারে বছর ৩ শতাংশ বেড়ে মোট মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৫৮ শতাংশ।