Income Tax Bill: ফেব্রুয়ারিতে পেশ, অগস্টেই প্রত্যাহার! হঠাৎ কেন আয়কর বিল তুলে নিল কেন্দ্র?

Income Tax Bill: বৈজয়ন্ত পান্ডার ওই কমিটি নয়া বিলে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে। এবার সেই পরিবর্তনগুলির কাজ শেষে আগামী ১১ তারিখ সংসদে পুনরায় এই বিল পেশ করতে চলেছে মোদী সরকার।

Income Tax Bill: ফেব্রুয়ারিতে পেশ, অগস্টেই প্রত্যাহার! হঠাৎ কেন আয়কর বিল তুলে নিল কেন্দ্র?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Aug 08, 2025 | 4:27 PM

নয়াদিল্লি: তুলে নেওয়া হচ্ছে নয়া আয়কর বিল। গত ফেব্রুয়ারিতেই এই বিলের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নয়া বিল নিয়ে সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। সেই নতুন বিলকেই এবার প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৬১ সালে আয়কর আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে এই নয়া আয়কর বিলটি ফেব্রুয়ারি মাসে সংসদে পেশ করেছিল কেন্দ্র সরকার। কিন্তু অগস্ট আসতেই সেই বিল প্রত্যাহার করে নিতে চলেছে শাসক শিবির।

কিন্তু হঠাৎ করেই কেন এই প্রত্য়াহার সিদ্ধান্ত? ফেব্রুয়ারিতে সংসদে বিল পেশের পর সেটিকে পাঠানো হয়েছিল সিলেকশন কমিটির কাছে। সেখানে নানা যাচাই পর্বের পর বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন ওই কমিটি নয়া বিলে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে। এবার সেই পরিবর্তনগুলির কাজ শেষে আগামী ১১ তারিখ সংসদে পুনরায় এই বিল পেশ করতে চলেছে মোদী সরকার।

বিলের একাধিক সংস্করণের জন্য যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়, সেই কথা মাথায় রেখেই প্রস্তাবিত বিলটিকে প্রত্যাহার করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তার পরিবর্তে আগামী সোমবার তারা সংসদে আয়কর বিলের একটি নতুন সংস্করণ পেশ করবে। তার ভিত্তিতেই হবে আলোচনা।

উল্লেখ্য়, গত ২১ জুলাই এই আয়কর বিল নিয়ে একটি ৪ হাজার ৫০০ পাতার রিপোর্ট পেশ করেছিল সিলেকশন কমিটি। সেই রিপোর্টে মোট ২৮৫টি পরিবর্তনের কথা সুপারিশ করা হয়েছিল কমিটির তরফে। এবার সেই পরিবর্তনগুলি মধ্য়ে কতগুলি পরিবর্তনের সুপারিশে অর্থমন্ত্রক অনুমোদন দিয়েছে তা জানা যায়নি।