GST on Royal Enfield Motor Bikes: পুজোয় বান্ধবীকে নিয়ে নতুন মিটিয়র বা হিমালয়ানে চেপে ঘোরার পরিকল্পনা! ২২ তারিখের আগে নাকি পর, কবে কিনবেন বাইক?
Royal Enfield Motor Bikes: সামনের পুজোতে আপনি যদি নতুন বাইক কিনতে চান তাহলে কি এখন কেনা ঠিক হবে নাকি ২২ সেপ্টেম্বরের পর? আর এখানেই রয়েছে কোন মোটরসাইকেলে কত জিএসটি বসছে তার হিসাব।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে চালু হতে চলেছে নতুন পণ্য ও পরিষেবা কর। সংস্কারের পর একে জিএসটি ২.০ বলা হচ্ছে। নতুন কর কাঠামোয় দাম কমতে চলেছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। কর একেবারে শূন্য হবে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার। দাম কমবে বেশ কিছু গাড়ি ও বাইকেরও। কেন্দ্রের তরফে জারি করা নোটিফিকেশনে জানানো হয়েছে এই কথা।
এত কিছু কর কমার মধ্যে কর বাড়বে বেশ কিছু জিনিসের। মদ, সিগারেট বা একাধিক বিলাসবহুল পণ্যে চাপতে চলেছে ৪০ শতাংশ কর। এর মধ্যে রয়েছে একাধিক ধরনের মোটরবাইক ও গাড়ি। কিন্তু সামনের পুজোতে আপনি যদি নতুন বাইক কিনতে চান তাহলে কি এখন কেনা ঠিক হবে নাকি ২২ সেপ্টেম্বরের পর? আর এখানেই রয়েছে কোন মোটরসাইকেলে কত জিএসটি বসছে তার হিসাব।
কেন্দ্রের জারি করা নোটিফিকেশনে বলা হচ্ছে, ৩৫০ সিসি ও তার নীচের সেগমেন্টের সমস্ত মোটর সাইকেলে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ। ফলে, যারা রয়্যাল এনফিল্ডের বুলেট, ক্লাসিক, মিটিয়র বা হান্টারের মতো বাইক কিনতে চাইছেন তাঁদের জন্য ২২ তারিখের পর গাড়ি কেনাই যুক্তিযুক্ত। তাতে অনেকটা টাকা বেঁচে যাবে তাঁদের। অন্যদিকে, যাঁরা গেরিলা, হিমালয়ান, সুপার মিটিয়র বা কন্টিনেন্টালের মতো ৩৫০ সিসির চেয়ে বড় বাইক কিনতে চাইছেন তাঁদের জন্য ২২ সেপ্টেম্বরের আগেই বাইক কিনে ফেলা ঠিক। কারণ, নতুন কর কাঠামো লাগু হলে তাতে অনেকটা বেড়ে যাবে বাইকের দাম। ফলে, আপনি কোন বাইক কিনতে চাইছেন তার উপর নির্ভর করেই ঠিক করুন বাইক কবে কিনলে আপনার কম খরচ হবে।
