GST-Price Cut: তেল-শ্যাম্পু-সাবান থেকে টিভি-এসি, যে সব জিনিসের দাম কমছে, দেখুন একনজরে

GST council: জিএসটি-র স্ল্যাব একধাক্কায় অনেকটা কমে যাওয়ায় অনেক জিনিসের দামই কমে যাচ্ছে। উপকৃত হবেন সাধারণ মানুষ।

GST-Price Cut: তেল-শ্যাম্পু-সাবান থেকে টিভি-এসি, যে সব জিনিসের দাম কমছে, দেখুন একনজরে
Image Credit source: Getty Image

Sep 03, 2025 | 11:16 PM

নয়া দিল্লি: আগামী ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন। আর সেই দিন থেকেই কার্যকর হচ্ছে জিএসটি-র নতুন স্ল্যাব। এদিকে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে উঠে যাচ্ছে জিএসটি, সেই সঙ্গে একাধিক পণ্যে জিএসটি-র মাত্রা কমছে। আর এই পরিবর্তনের ফলে কমবে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

কোন কোন জিনিসের দাম কমবে, দেখে নিন একনজরে

নিত্য প্রয়োজনীয় জিনিস

তেল, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম, বাটার, ঘি, চিজ, দুগ্ধজাত পণ্য, নিমকি-ভুজিয়া, বাসনপত্র, ন্যাপকিন, ডায়াপার, সেলাই মেশিন।

স্বাস্থ্য ক্ষেত্রে

স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনও জিএসটি লাগবে না। সেই সঙ্গে দাম কমছে থার্মোমিটার, অক্সিজেন, ডায়গানস্টিক কিট, রিএজেন্ট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপ।

পড়াশোনার জন্য প্রয়োজনীয় যে সব জিনিসে লাগবেই না কোনও জিএসটি

ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, প্যাস্টেল, বই, নোটবুক, ইরেজার।

ইলেকট্রনিক দ্রব্য

এয়ার কন্ডিশন, টেলিভিশন (৩২ ইঞ্চির থেকে বড় LED ও LCD), মনিটর, প্রজেক্টর, ডিশ ওয়াশিং মেশিন। এগুলির ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়ে যাচ্ছে।

গাড়ি ও সরঞ্জাম

পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি, তিন চাকার গাড়ি, মোটর সাইকেল, পণ্যবাহী গাড়ি। এগুলির ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়ে যাচ্ছে।

কৃষিক্ষেত্রেও বড় পরিবর্তন

ট্রাক্টর, টায়ার, বায়ো-পেস্টিসাইড, ড্রিপ ইরিগেশন সিস্টেম, চাষ করা বা মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত মেশিন।