আপনার Aadhaar Card ব্যবহার করে কেউ কি SIM কিনেছে? জেনে নিন এখুনি!
Mobile Phone: জাল সিম ব্যবহার করে সাইবার জালিয়াতি, ওটিপি হ্যাক, আর্থিক জালিয়াতির মতো ঘটনা ঘটে। অনেক মানুষই জানেন না তাঁর নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে।

আজকাল মোবাইল নম্বর আর আধার কার্ড, মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে লিঙ্কড হয়ে থাকে ফোন নম্বর। কিন্তু আপনার নামে যদি কেউ প্রতারণামূলকভাবে কোনও সিম কার্ড ইস্যু করে থাকে, তাহলে তা অপব্যবহার হলে সবার আগে পুলিশের সমন পাবেন আপনিই।
জাল সিম ব্যবহার করে সাইবার জালিয়াতি, ওটিপি হ্যাক, আর্থিক জালিয়াতির মতো ঘটনা ঘটে। অনেক মানুষই জানেন না তাঁর নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে। কিন্তু সেই সমস্যার একটি সমাধান হয়েছে। সরকারি একটা পোর্টালের সাহায্যে মানুষ এবার সহজেই জানতে পারবেন তাঁর নামে কতগুলো মোবাইল সিম চালু রয়েছে।
সরকারি ওয়েবসাইট https://sancharsaathi.gov.in/ -এ যান। এই ওয়েবসাইটার মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনগুলো ব্লক করতে পারবেন। এ ছাড়াও IMEI ভিত্তিক ট্র্যাকিং করতে পারবেন। এ ছাড়াও আপনার নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে তাও এই ওয়েব সাইটের মাধ্যমে দেখতে পাবেন আপনি।
সঞ্চার সাথী পোর্টালে গিয়ে ‘Citizen Centric Service’ বিভাগে যেতে হবে। তারপর আপনাকে আপনার ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। আপনি দেখতে পাবেন আপনার নামে কতগুলো সিম কার্ড চালু রয়েছে।
আর আপনার নয়, এমন কোনও নম্বর এখানে পাওয়া গেলে সিলেক্ট করুন, ‘নট মাই নম্বর’। তারপর সেটাকে সাবমিট করে দিন। ডিপার্ট্মেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডট জানিয়েছে কোনও ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড নিতে পারে। সংখ্যা ৯ পেরিয়ে গেলে জেল বা জরিমানা সবই হতে পারে। আর এই কারণেই আপনার নামে কতগুলো সিমকার্ড রয়েছে তা জানা প্রয়োজন।
