ডিজিটাল যুগে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য তৎপর দেশের ব্য়াঙ্কগুলি। নেট ব্য়াঙ্কিং, SMS, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড তো রয়েছেই এর পাশাপাশি বেশ কিছু সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে। সেরকমই বেসরকারি ব্যাঙ্ক HDFC অনেক আগেই গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ব্য়াঙ্কিং পরিষেবা নিয়ে এসেছে। তবে সম্প্রতি একটি টুইটে ব্য়াঙ্ক জানিয়েছে, গ্রাহকদের জন্য HDFC ব্য়াঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবার নয়া সংস্করণ নিয়ে এসেছে। এই ব্য়াঙ্কের হোয়াটস্যাপ ব্য়াঙ্কিং পরিষেবায় সংযোজন হয়েছে কিছু নতুন সুবিধার।
১ অগস্টে একটি টুইটে HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘স্মার্ট চ্যাট অ্যাসিসটেন্ট, ৯০+ ব্য়াঙ্কিং পরিষেবা, AI সহ একাধিক নতুন পরিষেবা আনা হয়েছে হোয়াটসঅ্যাপ ব্য়াঙ্কিংয়ে। তাহেল ‘৭০৭০০২২২২’ নম্বরে একটি Hi লিখে পাঠান এবং বন্ধুত্বপূর্ণ ব্য়াঙ্কিং পরিষেবা উপভোগ করুন।’
HDFC ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ ব্য়াঙ্কিং ফোনে অ্যাক্টিভেট করবেন কীভাবে?
এক্ষেত্রে উল্লেখ্য যে, HDFC হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবার জন্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ব্য়াঙ্কিং পরিষেবা দিয়ে থাকে HDFC ব্য়াঙ্ক।