Exchange Traded Fund: থিম্যাটিক ETF কীভাবে কাজ করে, কাদের বিনিয়োগ করা উচিৎ?

Dec 19, 2024 | 7:33 PM

ETF: বৈদ্যুতিক গাড়ি তৈরির সম্পর্কে যুক্ত কোম্পানিগুলোকে নিয়ে ইভির থিম্যাটিক ইটিএফ তৈরি হয়। এই ধরণের ইটিএফে বিনিয়োগ দীর্ঘ সময় রাখলে তা বেঞ্চমার্কের মতো রিটার্ন দেওয়ার চেষ্টা করে। কিন্তু থিম্যাটিক ইটিএফগুলোতেও ঝুঁকি থাকে।

Follow Us

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের ক্ষেত্রে থিম্যাটিক ইটিএফ নিয়ে বর্তমানে বিনিয়োগকারীরা অনেক আলোচনা করে থাকেন। থিম্যাটিক ইটিএফ নিফটি ফিফটির (Nifty 50) মতো বিস্তৃত বাজার সূচকে বিনিয়োগ না করে একটি নির্দিষ্ট থিম বেছে নেয় তারা। তারপর সেখানে বিনিয়োগ করে।

থিম্যাটিক ইটিএফ একটি নির্দিষ্ট থিম, শিল্প বা প্রবণতায় বিনিয়োগ করে, এই ধরণের ইটিএফগুলোর আরও নির্দিষ্ট ফোকাস রয়েছে। এরা নিফটি ফিফটি (Nifty 50) বা নিফটি হান্ড্রেড (Nifty 100) সূচকের  মতো কোনও সূচকের পরিবর্তে উৎপাদন, আর্থিক পরিষেবা, পরিবেশ ইত্যাদির মতো নির্দিষ্ট থিমের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোতে বিনিয়োগ করে।

যেমন, বৈদ্যুতিক গাড়ি তৈরির সম্পর্কে যুক্ত কোম্পানিগুলোকে নিয়ে ইভির থিম্যাটিক ইটিএফ তৈরি হয়। এই ধরণের ইটিএফে বিনিয়োগ দীর্ঘ সময় রাখলে তা বেঞ্চমার্কের মতো রিটার্ন দেওয়ার চেষ্টা করে। কিন্তু থিম্যাটিক ইটিএফগুলোতেও ঝুঁকি থাকে। কারণ এই ধরণের বিনিয়োগ কোনও সূচকের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে, এই ধরণের ইটিএফের ক্ষেত্রে, এর ঝুঁকি সম্পর্কে বিশেদে জেনে নিয়ে তারপর বিনিয়োগ করা উচিৎ।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের ক্ষেত্রে থিম্যাটিক ইটিএফ নিয়ে বর্তমানে বিনিয়োগকারীরা অনেক আলোচনা করে থাকেন। থিম্যাটিক ইটিএফ নিফটি ফিফটির (Nifty 50) মতো বিস্তৃত বাজার সূচকে বিনিয়োগ না করে একটি নির্দিষ্ট থিম বেছে নেয় তারা। তারপর সেখানে বিনিয়োগ করে।

থিম্যাটিক ইটিএফ একটি নির্দিষ্ট থিম, শিল্প বা প্রবণতায় বিনিয়োগ করে, এই ধরণের ইটিএফগুলোর আরও নির্দিষ্ট ফোকাস রয়েছে। এরা নিফটি ফিফটি (Nifty 50) বা নিফটি হান্ড্রেড (Nifty 100) সূচকের  মতো কোনও সূচকের পরিবর্তে উৎপাদন, আর্থিক পরিষেবা, পরিবেশ ইত্যাদির মতো নির্দিষ্ট থিমের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোতে বিনিয়োগ করে।

যেমন, বৈদ্যুতিক গাড়ি তৈরির সম্পর্কে যুক্ত কোম্পানিগুলোকে নিয়ে ইভির থিম্যাটিক ইটিএফ তৈরি হয়। এই ধরণের ইটিএফে বিনিয়োগ দীর্ঘ সময় রাখলে তা বেঞ্চমার্কের মতো রিটার্ন দেওয়ার চেষ্টা করে। কিন্তু থিম্যাটিক ইটিএফগুলোতেও ঝুঁকি থাকে। কারণ এই ধরণের বিনিয়োগ কোনও সূচকের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে, এই ধরণের ইটিএফের ক্ষেত্রে, এর ঝুঁকি সম্পর্কে বিশেদে জেনে নিয়ে তারপর বিনিয়োগ করা উচিৎ।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

Next Article