
কলকাতা: মোদীর আমেরিকা সফর মিটতেই তুঙ্গে উঠেছে ভারতে টেসলার আগমনে জল্পনা। সম্ভবনার পারদ চড়িয়ে আবার এই দেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। সম্প্রতি, আবার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত, মহারাষ্ট্রেই নিজেদের প্রথম টেসলা প্ল্যান্ট বসাতে চলেছেন মাস্ক। আর সেই কাজে তারা নাকি সাহায্য নিতে পারে টাটা মোটরসের।
কিন্তু ভারতে যদি সত্যিই টেসলার গাড়ি আসে, তবে তার দাম কত হবে? চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে বিদেশি গাড়িতে শুল্ক কমিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সেতুকে আরও একটু পোক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
তবে কি জলের দরে ভারতের বাজারে বিক্রি হতে চলেছে টেসলা? না, তা ঠিক নয়। বরং অভিজাত গাড়িগুলির দামেই ভারতের বাজারে বিক্রি হতে পারে এই স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি টেসলা। একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আমেরিকার বাজারে টেসলার সবচেয়ে সস্তা গাড়িও ৩৫ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রা ৩০ লক্ষ টাকার কাছাকাছি পড়ে থাকে।
ব্যবসা শুরুর প্রথম ধাপে যদি মাস্ক শুধুমাত্র সেই গাড়িটিকেও নিয়ে আসেন, তাতেও ন্যূনতম আমদানি শুল্ক ১৫ থেকে ২০ শতাংশ ধরে ভারতে কমপক্ষে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি হবে টেসলা গাড়ি।
কত টাকা EMI-তে কিনতে পারবেন ‘স্বপ্নের’ টেসলা?
ধরা যাক, ভারতের রাস্তায় একটি টেসলা নামাতে গ্রাহকের ট্যাঁক থেকে খরচ পড়বে ৪০ লক্ষ টাকা। সেক্ষেত্রে যদি গোটা গাড়িটাই যদি জিরো ডাউন পেমেন্টে কেনা হয়। গড়ে গাড়ির লোন পড়বে ৯ শতাংশ। ঋণ মেটানোর সময় হিসাবে ধার্য করা হয়েছে ১০ বছর। তবে প্রতি মাসে গ্রাহককে ৫০ হাজার টাকা দেওয়ার সামর্থ্য থাকলেই নির্দ্বিধায় একটি টেসলা গাড়ি নিজের বাড়ির গ্যারেজে এনে রাখতে পারবেন তিনি।