বাজেটের বাইরে চলে গেল স্বপ্নের Himalayan, নতুন GST কাঠামোয় আদৌ সস্তা হল Royal Enfield?

Royal Enfield New GST Rate: নতুন জিএসটি তালিকা ধরে বেশ কিছু বাইকের দাম আরও কমবে বলেই মনে করছেন গ্রাহকরা। বৈঠকেই জানানো হয়, যে সকল বাইক ৩৫০ সিসি-র নীচে সেগুলির ক্ষেত্রে এবার থেকে ১৮ শতাংশ জিএসটি চাপানো হবে। যা আগে ২৮ শতাংশ চাপানো হত। কিন্তু ৩৫০ সিসির উপরের বাইক?

বাজেটের বাইরে চলে গেল স্বপ্নের Himalayan, নতুন GST কাঠামোয় আদৌ সস্তা হল Royal Enfield?
প্রতীকী ছবিImage Credit source: Royal Enfield

|

Sep 05, 2025 | 5:17 PM

নয়াদিল্লি: বুধবার টানা আড়াই ঘণ্টা বৈঠকের পর দেশজুড়ে শুরু হয়েছে জিএসটি-র নতুন অধ্যায়। জিএসটি পরিষদের ৫৬ তম বৈঠকে তৈরি হয়েছে নতুন রেট চার্ট। আগে যেখানে চারটি জিএসটি কাঠামো ছিল, সেখানে এখন রয়েছে মাত্র তিনটি। ৫ শতাংশ এবং ১২ শতাংশ। সঙ্গে যুক্ত হয়েছে ৪০ শতাংশের নতুন জিএসটি কাঠামো।

নতুন জিএসটি তালিকা ধরে বেশ কিছু বাইকের দাম আরও কমবে বলেই মনে করছেন গ্রাহকরা। বৈঠকেই জানানো হয়, যে সকল বাইক ৩৫০ সিসি-র নীচে সেগুলির ক্ষেত্রে এবার থেকে ১৮ শতাংশ জিএসটি চাপানো হবে। যা আগে ২৮ শতাংশ চাপানো হত। কিন্তু ৩৫০ সিসির উপরের বাইক? সেক্ষেত্রে কী সিদ্ধান্ত? জিএসটি তালিকা অনুযায়ী, ৩৫০ সিসি-র উপরের সেগমেন্টের বাইকের উপর আরোপ করা হয়েছে ৪০ শতাংশ জিএসটি। যার জেরে রয়্যাল এনফিল্ড ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কারণ, একদিকে সস্তা হয়েছে ৩৫০ এবং তার থেকে অল্প সিসির সেগমেন্টের বাইকগুলি। যার জেরে দাম কমছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, হান্টার, মিটিওর, বুলেটের। অন্যদিকে, দাম বাড়ছে হিমালয়ান, গেরিলা, স্ক্র্যাম, সুপার মিটিওরের।

কতটা কমছে, কতটা বাড়ছে?

যেমন রয়্যাল এনফিল্ড হান্টারের দাম কমছে ১৪ হাজার টাকা। ক্লাসিকের দাম কমছে ২০ হাজার টাকা। মিটিওরের দাম কমছে ২০ হাজার টাকা। বুলেটের দাম কমছে ১৭ হাজার টাকা। অন্যদিকে, হিমালয়ানের দাম বাড়বে ২৫ হাজার টাকা। গেরিলার দাম বাড়বে ২১ হাজার টাকা। শটগানের দাম বাড়বে ৩৩ হাজার টাকা। ক্লাসিক ৬৫০-র দাম বাড়বে ৩০ হাজার টাকা।