Patanjali Health Care: ভারতকে আত্মনির্ভর করতে উদ্যোগী পতঞ্জলি, বিজ্ঞানের সঙ্গে মেলবন্ধন করছে আয়ুর্বেদের
Patanjali Health Care: পতঞ্জলির বিশ্ব জোড়া উদ্যোগে কিন্তু লাভবান হচ্ছে দেশের কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরাও। জানা গিয়েছে, ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় দ্রব্য চাষ হচ্ছে দেশের অন্দরে যা পতঞ্জলি কিনে ওষুধ তৈরির পর বিক্রি করছে বিশ্বজুড়ে।

হরিদ্বার: আয়ুর্বেদ ও বিজ্ঞানের মেলবন্ধনের স্বাস্থ্য পরিসরে নতুন আশা জোগাচ্ছে পতঞ্জলি। গত কয়েক দশক ধরে বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণের উদ্য়োগে নতুন মাত্রা পেয়েছে আয়ুর্বেদ শাস্ত্র। দেশের অন্দরে বেড়েছে প্রভাবও।
তবে এই প্রভাব যে শুধু দেশের অন্দরেই বেড়েছে এমনটা নয়। ভারত ছাড়াও এবার পতঞ্জলির প্রভাব দেখা গিয়েছে, বিশ্বজুড়েও। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা-সহ আরও বেশ কয়েকটি দেশেই নিজেদের তৈরি আর্য়ুবেদিক পণ্য রপ্তানি শুরু করেছে তারা। যার মাধ্যমে বিশ্বের নানা দেশের আর্য়ুবেদিক বাজারে নিজের স্থায়ী অংশীদারিত্ব তৈরি করছে পতঞ্জলি।
পতঞ্জলির বিশ্ব জোড়া উদ্যোগে কিন্তু লাভবান হচ্ছে দেশের কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরাও। জানা গিয়েছে, ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় দ্রব্য চাষ হচ্ছে দেশের অন্দরে যা পতঞ্জলি কিনে ওষুধ তৈরির পর বিক্রি করছে বিশ্বজুড়ে। এই সূত্র ধরেই বড় অঙ্কের লাভের মুখ দেখছে দেশের কৃষক সমাজও।
উল্লেখ্য, সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্বজুড়ে বাণিজ্যের বিস্তারের জেরে আগের তুলনায় আরও বেশি গবেষণা কাজে মন দিয়েছে তারা। আয়ুর্বেদ শাস্ত্র ও বর্তমানের আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে মানুষের জন্য অত্যাধুনিক পণ্য তৈরির চেষ্টা চালাচ্ছে পতঞ্জলি। শুধু তাই নয়, তাদের দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা, গবেষণা দিন শেষে ভারতকে আত্মনির্ভর ও স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত করছে বলেই দাবি সংস্থার।





