ATM Rent: ফাঁকা ঘরে ATM বসিয়ে আয় ২০ থেকে ৮০ হাজার টাকা! কীভাবে আবেদন করবেন?

How to Install ATM: কীভাবে হয় সেই কাজ? প্রক্রিয়াটাই বা কীরকম? যদি কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা বেসরকারি ব্যাঙ্ক নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তো মিটেই গেল। কিন্তু যদি তা না হয়?

ATM Rent: ফাঁকা ঘরে ATM বসিয়ে আয় ২০ থেকে ৮০ হাজার টাকা! কীভাবে আবেদন করবেন?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Jun 08, 2025 | 5:12 PM

নয়াদিল্লি: যে কোনও অর্থনৈতিক বিশেষজ্ঞের কাছ থেকে যাচাই করে নিন। বাড়ন্ত মূল্যবৃদ্ধি, চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তার কারণে প্রায় প্রত্যেকেই একটাই পরামর্শ দেবে, পার্শ্ববর্তী আয় প্রয়োজন। একটা গেলে, আর একটা থাকবে। তাছাড়া, বাড়তি আয় জীবনে আর্থিক স্বাধীনতা তৈরি করে। কিন্তু বাড়তি আয় করার জন্য যে পরিমাণ খাটতে হবে, তার জন্য চাই বাড়তি সময়ও। তা না থাকলে কি বাড়তি আয়ের অধিকার নেই? একদমই রয়েছে।

ধরুন আপনার কাছে একটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে। সেই জায়গা যদি দোকানও ভাড়া দেওয়া হয়, মাসে খুব বেশি আয় হবে না। আর জায়গা বা দোকান-ঘরটা যদি ছোট হয়, তাহলে তো কেউ সেই দিকে চোখ তুলে তাকাবে না। এই পরিস্থিতি উপায় একটাই। বসিয়ে নিন ATM। বর্ষে পড়বে টাকা।

কীভাবে হয় সেই কাজ? প্রক্রিয়াটাই বা কীরকম? যদি কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা বেসরকারি ব্যাঙ্ক নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তো মিটেই গেল। কিন্তু যদি তা না হয়? কীভাবে প্রস্তাব পাঠাবেন আপনি?

নানা ব্যাঙ্কের ক্ষেত্রে নানা নিয়ম। তবে গোটা প্রক্রিয়াটাকে যদি একটা ছকে আনা যায়, তা হলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়াবে যে –

  • কোনও নির্দিষ্ট ব্যাঙ্ক বা NBFC সংস্থার সঙ্গে সেই জায়গা বা দোকান-ঘরের মালিককে যোগাযোগ করতে হবে। যোগাযোগের পদ্ধতি একটা স্থানীয় শাখা আর নয় তো সেই রাজ্য অবস্থিত সদর দফতর। সেখান থেকেই হবে ATM বসানোর জন্য অ্যাপ্লাই।
  • তবে আপনি বললেই যে ব্যাঙ্ক বা NBFC এসে ATM বসিয়ে দিয়ে যাবে, এমনটা নয়। যে জায়গায় ATM বসাতে চাইছেন, সেই জায়গা জনবহুল হতে হবে, যাতে মানুষ টাকা তোলেন।
  • সেই জায়গা বা দোকান-ঘরের দৈর্ঘ্য কমপক্ষে ৬০ থেকে ১০০ স্কোয়ার ফিট হতে হবে।
  • দোকান-ঘর না থাকলে তৈরি করে দিতে হবে, যার ছাদ তৈরি হতে হবে সিমেন্টের।
  • পাশাপাশি, সেই ATM বসানোর জন্য স্থানীয় জনবসতির কাছ থেকে একটি NOC বা নো-অবজেকশন সার্টিফিকেট তুলে দিতে হবে।
  • ইন্টারনেট সংযোগ থাকবে, সিসিটিভি লাগানো থাকবে ও সর্বক্ষণ বিদ্যুৎ পরিষেবা বজায় থাকবে। এই বিদ্যুতের খরচ গুনতে হবে দোকান-ঘরের মালিককেই।

কত টাকা আয় হবে?

ব্যাঙ্ক নির্বিশেষে ATM বসানোয় আয় নির্ভর করে থাকে। সাধারণ ভাবে প্রতি মাসে ভাড়া হিসাবে ২০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে যদি NBFC ATM হয় যেমন মুথুট ATM। সেক্ষেত্রে আয়ের পরিমাণ কম। গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা।