
নয়া দিল্লি: গরমকালে প্রায় প্রতিটি বাড়িতে এসি চলছে। স্বাভাবিকভাবেই বিলও বেশি উঠছে। মাসের শেষে বিল দেখে অনেকেরই মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। তবে এমন কিছু উপায় আছে, যাতে বিল কম আসে। বিদ্যুৎ সাশ্রয় করা যাবে সহজেই।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে জলের পাম্প, এসি, কুলার এবং ফ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরে না থাকলে ফ্যান, কুলার বা এসি চালিয়ে রাখা কখনও উচিত নয়। নিশ্চিত করতে হবে যে কেবল প্রয়োজনের সময় বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এভাবে আপনার বিদ্যুৎ বিলও অনেকাংশে কমে যাবে।
এছাড়া জলের পাম্প বেশি বিদ্যুৎ খরচ হয়। সে ক্ষেত্রে অ্যালার্ম বেল ব্যবহার করা যেতে পারে। পাম্পে সাধারণত প্রচুর বিদ্যুৎ খরচ হয়। গরমকালে জলের খরচ বেশি হয়, ফলে পাম্পও বেশি চালাতে হয়।
এসি ব্যবহার করার সময় সঙ্গে একটি ফ্যানও চালাতে হবে। এতে এসির উপর লোড কমবে এবং ঘর দ্রুত ঠাণ্ডা হবে। এছাড়া, রিমোট দিয়ে এসি বন্ধ করার পরে এটির সুইচও বন্ধ করতে হবে। কারণ সুইচ বন্ধ থাকলে ততক্ষণ বিদ্যুৎ খরচ হয়।
সবসময় ইনভার্টার এসি কিনতে হবে। এটি ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয়, কারণ এটি সেভাবেই ডিজাইন করা হয়েছে। কম্প্রেসার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এসিতে কম্প্রেসার সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে।