Explained: নয়াদিল্লির ‘রুশ-শক্তি’, পুতিন ঘনিষ্ঠতা দূরে ঠেলল মোদী-ট্রাম্পকে?

India US Trade Deal: তবে জরিমানা করলেও ট্রাম্পও স্পষ্ট করেছেন এই দর কষাকষি এখনই থামছে না। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্কের মাশুল কিছুটা হলে গুনতে হবে ভারতকে। গুনতে দর কষাকষিকে সিদ্ধান্তে পরিণত না করতে পারার ফলও।

Explained: নয়াদিল্লির রুশ-শক্তি, পুতিন ঘনিষ্ঠতা দূরে ঠেলল মোদী-ট্রাম্পকে?
Image Credit source: Tv9 Graphics

|

Aug 01, 2025 | 4:38 PM

নয়াদিল্লি: দর কষাকষি এখনও থামেনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া হবে দেশের স্বার্থেই। আর এই কথা প্রথমবার নয়। এর আগেও কেন্দ্র স্পষ্ট করেছিল দর কষাকষি তখনই থামবে, যতক্ষণ না ভারতের স্বার্থ পূরণ হচ্ছে। কিন্তু এই দর কষাকষির জেরে ট্যারিফ-বিলম্ব আর সহ্য হচ্ছিল না ট্রাম্পের। তাই বুধবার অবশেষে সমস্ত বাঁধ ভেঙে শুল্কবাণ ছুড়ে দিলেন তিনি। এদিন ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অনির্দিষ্ট একটি জরিমানার কথাও ঘোষণা করেছেন তিনি। তবে জরিমানা করলেও ট্রাম্পও স্পষ্ট করেছেন এই দর কষাকষি এখনই থামছে না। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্কের মাশুল কিছুটা হলে গুনতে হবে ভারতকে। গুনতে দর কষাকষিকে সিদ্ধান্তে পরিণত না করতে পারার ফলও। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন