মুম্বই: সপ্তাহে কত ঘণ্টা কাজ করা দরকার? এই নিয়ে তাঁর মন্তব্যে একসময় বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করুক দেশের যুবসমাজ। তাঁর মন্তব্যের সমালোচনা করেছিলেন অনেকে। আর তা নিয়ে এবার ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি বললেন, সপ্তাহে কাজের সময় নিয়ে তিনি যা বলেছেন, তা বছরের পর বছর তিনি করে এসেছেন। তবে তিনি বলছেন, দীর্ঘ সময় কাজের বিষয় কারও উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
২০২৩ সালের অক্টোবরে একটি পডকাস্টে কথা বলার সময় নারায়ণ মূর্তি বলেছিলেন, “ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। আমার অনুরোধ, দেশের যুবসমাজের বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।” তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়।
এবার এই নিয়ে ইনফোসিসের প্রতিষ্ঠাতা বলছেন, বেশি সময় কাজের বিষয় কারও উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। মুম্বইয়ে কিলাচাঁদ স্মারক বক্তৃতায় একথা বলেন তিনি। তাঁর বক্তব্য, এটা বিতর্কের বিষয় নয়, আত্মবিশ্লেষণের বিষয়। তবে ৭০ ঘণ্টা কাজ যে সম্ভব, সেকথা নিজের উদাহরণ তুলে ধরে জানান ইনফোসিসের প্রতিষ্ঠাতা।
বছর আটাত্তরের শিল্পপতি নারায়ণ মূর্তি বলেন, “আমি সকাল ৬টা ২০ মিনিটে অফিসে যেতাম। এবং রাত সাড়ে আটটায় অফিস থেকে বেরোতাম। কেউ আমাকে বলেননি, এটা ভুল। ৪০ বছর ধরে এটা আমি করেছি। এই ইস্যুগুলি আলোচনা কিংবা বিতর্কের বিষয় হওয়া উচিত নয় বলে মনে করি। এই ইস্যু আত্মবিশ্লেষণের বিষয়। নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে কী চান। কেউ নেই যিনি বলবেন, তোমার এটা করা উচিত। কিংবা তোমার এটা করা উচিত নয়।”
নির্মাণকারী সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্য় কয়েকদিন আগে বলেছিলেন, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের সময় করা হোক। এমনকি, রবিবারও কাজের কথা বলেন তিনি। তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। একাধিক শিল্পপতিও তাঁর মন্তব্যের সমালোচনা করেন।