ICICI ব্যাঙ্ক বদল করল এফডি সুদের হার, বেশি সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা
ICICI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed deposits) সুদের হার পাল্টাল।
নয়া দিল্লি: অনেকে ব্যাঙ্কে টাকা রাখতে ভালবাসেন। সেখান থেকে পাওয়া সুদে অনেকের সংসার চলে। বিশেষ করে যারা প্রবীণ নাগরিক (Senior Citizen) তারা অনেকেই সুদের ওপর নির্ভর করে থাকেন। তবে গত এক বছর বিভিন্ন ব্যাঙ্কের এফডি সুদের হার হ্রাস পেয়েছে। এতে অনেকেই বিপদে পড়েছে। সুদ কমে যাওয়ায় টানাটানি পড়েছে সংসারে। অনেকে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed deposits) করতে পছন্দ করেন। কিছু কিছু নিরাপদ ব্যাঙ্কে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
ICICI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার পাল্টাল। ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI এবার থেকে ৭-১০ বছরের এফডি করার সুযোগ দিচ্ছে গ্রাহকদের। আগে এফডিতে ২.৫ শতাংশ থেকে ৬.৩ শতাংশ সুদ দেওয়া হত। তবে নতুন নিয়ম অনুযায়ী ৭ থেকে ২৯ দিনের এফডিতে ২৫ শতাংশ সুদ পাওয়া যাবে এবার থেকে।
আবার ৩০ থেকে ৯০ দিনের এফডিতে ৩ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। ৩.৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৩ মাস ৬ মাসের এফডিতে। ১৮৫ দিন থেকে ১ বছরের কম সময়ে সুদ মিলবে ৪.৪০ শতাংশ। ১ বছর থেকে ১৮ মাসের এফডিতে ৪.৯ শতাংশ সুদ পাওয়া যাবে। ১৮ মাস থেকে ২ বছরের এফডিতে ৫ শতাংশ সুদ, ৩ থেকে ৫ বছরের এফডিতে ৩ শতাংশ সুদ মিলবে এবং ৫ থেকে ১০ বছরের এফডিতে ৫.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে।
প্রবীণ নাগরিক আমানতকারীদের ICICI ব্যাঙ্ক সব মেয়াদে অতিরিক্ত সুদের হার দেবে। ৭ দিন থেকে ১ মাসের ডিপোজিটে ৩ শতাংশ সুদ। ১ থেকে ৩ মাসের এফডিতে ৩.৫ শতাংশ সুদ এবং ৯১ দিন থেকে ১৮৪ দিনের এফডিতে প্রবীণ নাগরিকরা ৪ শতাংশ সুদ পাবেন।
১৮৫ দিন থেকে ১ বছরের ডিপোজিটে ৪.৯০ শতাংশ সুদ পাবেন। ১ বছর থেকে দেড় বছরের এফডিতে সুদ পাওয়া যাবে ৫.৪ শতাংশ। ২ বছর পর্যন্ত ডিপোজিটে ৫.৫ শতাংশ সুদ, ২ থেকে ৩ বছরের এফডিতে ৫.৬৫ শতাংশ সুদ মিলবে, ৩ থেকে ৫ বছরের এফডি করলে ৫.৮৫ শতাংশ সুদ পাওয়া যাবে এবং ৬.৩ শতাংশ সুদ পাওয়া যাবে ৫ থেকে ১০ এফডি।