নতুন অর্থবর্ষে বদলে যাচ্ছে ৮ ব্যাঙ্কের আইএফএসসি কোড, পরিবর্তন লেনদেনেও

বেশ কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর বদলাচ্ছে না। অনেক ব্যাঙ্ক পুরনো ডেবিড-ক্রেডিট কার্ডকেই মেয়াদ পর্যন্ত ব্যবহার করতে দেবে।

নতুন অর্থবর্ষে বদলে যাচ্ছে ৮ ব্যাঙ্কের আইএফএসসি কোড, পরিবর্তন লেনদেনেও
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 11:57 AM

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষের শুরু থেকেই একাধিক ক্ষেত্রে পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে অর্থনৈতিক ক্ষেত্রেও। ব্যাঙ্কিং পরিষেবাতেও আসছে ব্যাপক পরিবর্তন। ৮টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের (Public Sector Bank) সংযুক্তিকরণ হচ্ছে। যার ফলে পয়লা এপ্রিল থেকেই বদলে যাচ্ছে একাধিক ব্যাঙ্কের আইএফএসসি কোড ও এমআইসিআর নম্বর। তাই নির্দ্বিধায় লেনদেন করতে হলে নতুন আইএফএসসি কোড জানা প্রয়োজন।

যে ৮ ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে, সেগুলি হল- বিজয়া ব্যাঙ্ক, করপোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, চেক বুক. কার্ড ও এমআইসিআর বদলে যাবে। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে।

এই সংযুক্তিকরণ পয়লা এপ্রিল থেকে কার্যকরী হচ্ছে। যার ফলে পুরনো সব চেকবুক ও পাসবুক এই নয়া অর্থবর্ষ থেকে বাতিল হয়ে যাবে। গ্রাহকদের ইতিমধ্যেই এই সংযুক্তিকরণের বিষয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদা ইতিমধ্যেই গ্রাহকদের এই বিষয়ে অবগত করেছে। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের কার্যকলাপ পয়লা এপ্রিল থেকেই বন্ধ হয়ে যাবে। তবে কিছু কিছু ব্যাঙ্ক এখনও পুরনো চেকবুকে লেনদেন করতে দেবে। সিন্ডিকেট ব্যাঙ্কই ৩০ জুন পর্যন্ত চেকবুকে লেনদেন করতে দেবে।

তবে বেশ কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর বদলাচ্ছে না। অনেক ব্যাঙ্ক পুরনো ডেবিড-ক্রেডিট কার্ডকেই মেয়াদ পর্যন্ত ব্যবহার করতে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য নিতে হবে গ্রাহকদের।

আরও পড়ুন: ভুল শুধরে সুদ কমানোর সিদ্ধান্ত রাতারাতি প্রত্যাহার কেন্দ্রের