ভুল শুধরে সুদ কমানোর সিদ্ধান্ত রাতারাতি প্রত্যাহার কেন্দ্রের
নির্মলার টুইট রিটুইট করে প্রিয়ঙ্কা প্রশ্ন করেছেন, "ভুল করে জারি হওয়ায় ঘোষণা প্রত্যাহার করা হল না কি ভোটের বালাই?"
নয়া দিল্লি: অর্থবর্ষ শুরুর আগের রাতেই অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, স্বল্প সঞ্চয়ী প্রকল্পে সুদের হার কমবে। নয়া অর্থবর্ষ থেকেই বলবৎ হওয়ার কথা ছিল এই নয়া সুদের হার। কিন্তু রাত পেরতেই টুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছেন, সুদ কমার এই নির্দেশিকা ‘ভুল করে জারি হয়েছিল’ তা প্রত্যাহার করে নেওয়া হবে।
গতকাল রাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্দেশিকা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, পিপিএফ, সুকন্য়া সমৃদ্ধি, এনএসসি-সহ একাধিক স্বল্প সঞ্চয়ী প্রকল্পে সুদের হার কমবে। অর্থমন্ত্রকের এই ঘোষণার মাধ্যমে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কারণ করোনা আবহে লকডাউনের সময় অনেককেই চাকরি হারাতে হয়েছিল। চাকরি থাকলেও বেতন কমেছিল অনেকের।
অর্থমন্ত্রকের গতকাল রাতের ঘোষণা অনুযায়ী, স্বল্প সঞ্চয়ী প্রকল্পে সুদের হার কমার কথা ছিল ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট। পিপিএফে সুদ কমে নতুন সুদ হওয়া কথা ছিল ৬.৪ শতাংশ। যা ৪৬ বছরে সর্বনিম্ন। সুদ কমার ঘোষণা হয়েছিল এনএসসিতেও। এনএসসিতে আগে পাওয়া যেত ৬.৮ শতাংশ সুদ। যা ৫.৯ শতাংশ হওয়ার কথা ছিল। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদ কমার ঘোষণা হয়েছিল ৬.৯ শতাংশ। সুদ কমার ঘোষণা হয়েছিল সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও। কিষাণ বিকাশ পত্ররও সুদ কমার কথা ছিল। পোস্ট অফিস সেভিং ডিপোজ়িটেও সুদ কমে ৩.৫ শতাংশ হওয়ার কথা ছিল।
Really @nsitharaman “oversight” in issuing the order to decrease interest rates on GOI schemes or election driven “hindsight” in withdrawing it? https://t.co/Duimt8daZu
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 1, 2021
তবে এই সুদের হার পরিবর্তনের সব ঘোষণায় ইতি টেনে নির্মলা টুইটে লিখেছেন, “২০২০-২১ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের যে সুদ ছিল, সেই সুদই দেবে ভারত সরকার। ভুল করে জারি হওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হবে।” ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট। সেই আবহে এই সুদের হার কমার ঘোষণা প্রত্যাহার করে নেওয়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বিঁধেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। নির্মলার টুইট রিটুইট করে প্রিয়ঙ্কা প্রশ্ন করেছেন, “ভুল করে জারি হওয়ায় ঘোষণা প্রত্যাহার করা হল না কি ভোটের বালাই?”
আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, একগুচ্ছ প্রকল্পে সুদ কমাল সরকার