International Monetary Fund: ‘বিশ্বের বৃহত্তম’ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভারতের UPI
IMF on Unified Payment Interface: ইউপিআইকে এবার স্বীকৃতি দিল আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড। এই আন্তর্জাতিক সংস্থা স্বীকার করে নিয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হল ভারতের ইউপিআই। আর এই তথ্য সংসদে জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

ভারতের ডিজিটাল লেনদেনে একটা বিরাট বদল নিয়ে এসেছিল ইউপিআই বা উইনিফায়েড পেমেন্ট সিস্টেম। ইউপিআইয়ের হাত ধরে ডিজিটাল লেনদেনে সড়গড় হয়েছিল আমাদের দেশ। আর তারপর এই ইউপিআই চালু হয়েছে পৃথিবীর একাধিক দেশে। এর মধ্যে যেমন রয়েছে ফ্রান্স, সৌদি আরবের মতো দেশ। তেমনই ইউপিআইয়ের সঙ্গে চুক্তি করেছে ইউরোপিয়ান ইউনিয়নও। আর এবার সেই ইউপিআই পেল আন্তর্জাতিক স্বীকৃতি।
ইউপিআইকে এবার স্বীকৃতি দিল আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড। এই আন্তর্জাতিক সংস্থা স্বীকার করে নিয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হল ভারতের ইউপিআই। আর এই তথ্য সংসদে জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। জানা গিয়েছে, ২০২৫ সালের জুনের রিপোর্টের ভিত্তিতে এই স্বীকৃতি পেয়েছে ইউপিআই।
এ ছাড়াও শী ওয়ার্ল্ডওয়াইডের রিপোর্টেও ২০২৪ সালের তথ্য অনুযায়ী ১২ হাজার ৯৩০ কোটি লেনদেন নিয়ে বিশ্ববাজারে ইউপিআইয়ের শেয়ার ছিল ৪১ শতাংশ। এই তালিকায় ভারতের ইউপিআইয়ের পরই ছিল ব্রাজিলের পেমেন্ট সিস্টেম। উল্লেখ্য, ২০১৬ সালের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ইউপিআই চালু করে। যার ফলে, একজনের পক্ষে অন্য কাউকে টাকা পাঠানো বেশ সহজ হয়ে যায়। তবে ইউপিআই আজকের দিনে শুধু টাকা লেনদেনের মাধ্যম নয়। ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, সাবস্ক্রিপশন, অনলাইন শপিং ও অন্যান্য পেমেন্টকেও সহজ করে দেয়। দোকানের কিউআর কোড স্ক্যান করে যে কেউ মুহূর্তে কোনও পেমেন্ট করতে পারেন।
