Jobs for Women: চাকরির বাজারে বাড়ছে মেয়েদের চাহিদা! বেতন দিচ্ছে ১ কোটি টাকা পর্যন্ত, কোন পদে জানেন?
Jobs for Women: রীতিমতো কোটি টাকার চাকরি। সেই রিপোর্টে তারা এও জানিয়েছে, এই চাহিদা কিন্তু মূলত তৈরি হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির অন্দরে।

কলকাতা: চাকরির বাজারে ‘হাত পাকাচ্ছে’ মেয়েরাও। টিমলিজ ডিজিটালের একটি রিপোর্ট অনুযায়ী, দেশের অন্দরে চাকরি ক্ষেত্রে বাড়ছে মেয়েদের চাহিদা। আর এই চাহিদা কিন্তু যেমন তেমন নয়। রীতিমতো কোটি টাকার চাকরি। সেই রিপোর্টে তারা এও জানিয়েছে, এই চাহিদা কিন্তু মূলত তৈরি হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির অন্দরে।
যে পদগুলি মহিলাদের চাহিদা বেশি
প্রোডাক্ট ম্যানেজার
প্রতিটি তথ্য প্রযুক্তি সংস্থার অন্দরে এই কাজের জন্য কর্মী হামেশাই নেওয়া হয়। টিমলিজের রিপোর্ট অনুযায়ী, পুরুষদের তুলনায় এই পদে নারীদের চাহিদা বেশি। যেখানে সদ্য কর্মজীবন শুরু করা কর্মীদের বার্ষিক বেতন হয় প্রায় ২০ লক্ষ টাকা। আর এই পদেই টিকে থাকলে, সেই বেতন চলে যেতে পারে ১ কোটি টাকা পর্যন্ত।
ডেটা সায়েন্টিস্ট
ইতিমধ্য়ে চাকরি ক্ষেত্রে বেড়েছে ডেটা সায়েন্সের দর। সেই সূত্র ধরেই এই পদে বেড়েছে মেয়েদের দাপটও। সদ্য কাজে যোগ দেওয়া ডেটা সায়েন্টিস্টদের বার্ষিক বেতনই হয় প্রায় ১৮ লক্ষ টাকার কাছাকাছি। আর এই কাজে একবার অভিজ্ঞতা বেড়ে গেলে আয় পৌঁছে যাবে ১ কোটির উপরে।
ক্লাউড ইঞ্জিনিয়ারিং
ডিজিটাল প্রযুক্তির অন্দরে যে বিস্ফোরণ ঘটেছে। তারই ফলাফল এই ক্লাউড ইঞ্জিনিয়ারিং। ডেটা নির্ভর যুগে তথ্যকে সামলে রাখতে প্রয়োজন ক্লাউড ইঞ্জিনিয়ারদেরও। আর সেই পদেও রয়েছে মেয়েদের বিরাট চাহিদা। এই কাজে সদ্য যোগ দেওয়া কর্মীর বেতন হয় প্রায় ১৪ লক্ষ টাকার কাছাকাছি।
সাইবার নিরাপত্তা
তথ্য জমা রাখাই নয়, তাকে নিরাপত্তা প্রদানও প্রয়োজন। সেই কাজটাই করে থাকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে এই পেশায় প্রথম দিকে বেতন তুলনামূলক কম। কাজে যোগদানের পর্বে ১২ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে বার্ষিক প্যাকেজ। যা অভিজ্ঞতার সঙ্গে বেড়ে হতে পারে ৯০ লক্ষ টাকা পর্যন্ত।

