
নয়াদিল্লি: এখনও আয়কর রিটার্ন ফাইল করে উঠতে পারেননি। ভাবছেন হাতে আর মাত্র কিছুদিন। এর মধ্যে যেকোনওভাবে সময় বের করে আয়কর রিটার্ন (আইটিআর) ফাইল করতে হবে। দুশ্চিন্তা করবেন না। আয়করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্র। সময়সীমা কেন বাড়ানো হল, তাও জানিয়েছে আয়কর দফতর।
২০২৫-২৬ মূল্যায়ন বছরের (২০২৪-২৫ অর্থবর্ষ) জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত। অর্থাৎ আর মাস দুয়েক বাকি ছিল। সেই সময়সীমাই আরও বেশ কিছুদিন বাড়াল আয়কর দফতর। মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আয়করদাতা। অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৪৬ দিন দিল আয়কর দফতর।
কেন আইটিআর ফাইলের জন্য সময় বাড়ানো হল?
কেন আইটিআর দাখিলে তারিখ বাড়ানো হল, তারও কারণ জানিয়েছে সিবিডিটি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫-২৬ মূল্যায়ন বছরের জন্য আইটিআর বিজ্ঞপ্তিতে অনেক পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলির উদ্দেশ্য হল কর সম্মতি সহজ করা। এই পরিবর্তনগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে, পরীক্ষা করতে এবং সেই অনুযায়ী সিস্টেম তৈরি করতে সময় লেগেছে। আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি করতে বিলম্ব হয়েছে। সেই কারণে আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
আইটিআর দাখিলের তারিখ বাড়ানোর ফলে বেতনভোগী কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এখন করদাতারা রিটার্ন দাখিলের জন্য আরও ৪৬ দিন বেশি সময় পাচ্ছেন। কিন্তু, যদি শেষ দিন পর্যন্ত আয়কর দাখিল না করা হয়, তবে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে আয়করদাতাকে।