Mango Export: আমেরিকার হাওয়ায় ভারতের আমের গন্ধ, হল ২০০০ টনেরও বেশি রফতানি

Mango Export: ভারত থেকে সবথেকে বেশি আম রফতানি হয়েছে আমেরিকায়। পাঁচ মাসে ভারত থেকে ২০৪৩.৬০ টন আম আমেরিকায় এক্সপোর্ট হয়েছে।

Mango Export: আমেরিকার হাওয়ায় ভারতের আমের গন্ধ, হল ২০০০ টনেরও বেশি রফতানি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 1:11 AM

নয়া দিল্লি: গোটা বিশ্বেই ভারতের আমের চাহিদা রয়েছে! বিশ্বের অন্যতম বড় আম রফতানিকারক দেশ হল ভারত। তবে এশিয়ার বৃহত্তম আম রফতানিকারী হলেন মুকেশ আম্বানি। ৬০০ একরেরও বেশি আমের বাগান রয়েছে তাঁর। আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছে সেই আমের জাদু। আর তাই মাত্র ৫ মাসে ২০০০ টনের বেশি আম রফতানি হয়েছে সে দেশে, যা একেবারে চমকে দেওয়ার মতো।

সম্প্রতি বানিজ্যমন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে গত এপ্রিল মাস থেকে অগস্টের মধ্যে ঠিক কত আম রফতানি হয়েছে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। আর সেই তথ্য অনুসারে চলতি অর্থবর্ষের শুরুর প্রথম পাঁচ মাসে ভারত মোট ২৭,৩৩০.০২ টন আম রফতানি করেছে। গত বছর একই সময়ে ভারত থেকে মাত্র ২২,৯৬৩.৭৮ টন আম রফতানি হয়। এবার সেই সংখ্যাকেও ছড়িয়ে গিয়েছে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত এপ্রিল থেকে অগস্টের মধ্যে ৪০০.৩৯ কোটির টাকা আম রফতানি করে। তার আগের বছর টাকার অঙ্ক হিসেবে সংখ্যাটা ছিল ৩৩৬.১৬ কোটি টাকা। যা এবার মোট ১৯ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে উল্লেখ রিপোর্টে।

২০০০ টন গিয়েছে আমেরিকায়

ভারত থেকে সবথেকে বেশি আম রফতানি হয়েছে আমেরিকায়। পাঁচ মাসে ভারত থেকে ২০৪৩.৬০ টন আম আমেরিকায় এক্সপোর্ট হয়েছে। এছাড়াও জাপানে ৪৩ টন, নিউজিল্যান্ডে ১১১ টন, অস্ট্রেলিয়ায় ৫৮.৪২ টন এবং দক্ষিণ আফ্রিকায় ৪.৪৪ টন আম রফতানি করেছে ভারত। এছাড়া ইরান, মরিশাস, চেক প্রজাতন্ত্র ও নাইজেরিয়ায় প্রচুর পরিমান আম পাঠানো হয়েছে। যার ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

শুধু আমেরিকা নয়, ভারত সরকার দক্ষিণ কোরিয়াতেও আম রফতানি করতে উদ্যোগী। দীর্ঘ প্রচেষ্টার পর ভারত সে দেশেও ১৮ দশমিক ৪৩ টন ফল রফতানি করেছে।