
নয়াদিল্লি: আমেরিকার শুল্ক হুঁশিয়ারিকে পর্যুদস্ত করতে প্রত্যাঘাতের রাস্তায় নামল ভারত। সোমবার, বিশ্ব বাণিজ্য সংস্থায় বেশ কিছু মার্কিন পণ্যের উপর প্রত্যাঘাতী শুল্ক চাপানোর প্রস্তাব পেশ করেছে ভারত। ট্রাম্পের শুল্কবাণের বিরুদ্ধে অবশেষে আন্তর্জাতিক স্তরে আসরে নামল ভারত। এই পদক্ষেপ সেটারই লক্ষণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ঠিক কী পদক্ষেপ নিয়েছে ভারত?
জানা গিয়েছে, ভারতে উৎপাদিত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে সম্প্রতি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। যার জেরে প্রশ্নের মুখে ভারত থেকে রফতানি হওয়া ৭০০ কোটি টাকার পণ্যের। WTO-তে পেশ করা নয়াদিল্লির প্রস্তাব অনুযায়ী, ভারত থেকে ৭০০ কোটি টাকার অধিক মূল্যের অ্যালুমিনিয়াম ও স্টিল কেনে আমেরিকা। কিন্তু সম্প্রতি লাগু হওয়া শুল্কের কারণে সেই স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপরে প্রায় ২০০ কোটি টাকা ট্যারিফ দিতে হবে। যা কার্যত অসম্ভব।
এবার সেই শুল্কের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতেই আমেরিকার বেশ কিছু পণ্যের উপর বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রত্যাঘাতী শুল্ক চাপানোর প্রস্তাব পেশ করেছে নয়াদিল্লি। তবে আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে বাড়তি শুল্ক চাপানোর ঘটনা প্রথম নয়। এর আগেও ২০১৮ সালে ট্রাম্প সরকার ভারত থেকে আনা স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর ২৫ শতাংশ ও বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিল। যার প্রত্যাঘাতে ভারতও ২০১৯ সালে বেশ কিছু নির্বাচিত পণ্যের উপর পাল্টা শুল্ক চাপিয়ে দেয়।