India Remittance: এক বছরে বিদেশ থেকে ভারতে এল ১১,৮০,৩৪০,০০,০০,০০ কোটি টাকা, কারা পাঠাল জানেন?

India Remittance: এমনকি, তার আগের তিন বছরেও প্রায় সমপরিমাণ টাকা ঢুকছে দেশে। কিন্তু কারা পাঠাচ্ছে এত কারি কারি টাকা?

India Remittance: এক বছরে বিদেশ থেকে ভারতে এল ১১,৮০,৩৪০,০০,০০,০০ কোটি টাকা, কারা পাঠাল জানেন?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Apr 01, 2025 | 4:27 PM

নয়াদিল্লি: ২০২৪ সালে ভারতে বিদেশ থেকে এল ১২৯.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ ৮০ হাজার ৩৪ কোটি টাকা। এমনকি, তার আগের তিন বছরেও প্রায় সমপরিমাণ টাকা ঢুকছে দেশে। কিন্তু কারা পাঠাচ্ছে এত কারি কারি টাকা?

দেশের রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, রেমিট্যান্স বা প্রবাসী ভারতীদের উদ্যোগেই দেশে আসছে কোটি কোটি মার্কিন ডলার। এই প্রসঙ্গে একটি তথ্য প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক তরফে। সেই রিপোর্টে তারা জানিয়েছে, ২০২৪ সাল নিয়ে টানা তিন বছর দেশে রেমিট্যান্স হিসাবে এই বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসী ভারতীয়রা।

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানাচ্ছে, নব্বইয়ের দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি বিপ্লবে দেশের অন্দরে পরিযায়ী টাকার আগমন বাড়তে শুরু করে। বর্তমানে এই রেমিট্যান্স বা পরিযায়ী টাকা গ্রহণের ব্যাপারে ভারত বিশ্বের মধ্য়ে শীর্ষে। আর গত ২৫ বছর ধরে শীর্ষস্থানে নিজেকে বজায়ও রেখেছে এই দেশ। যা কার্যত এই বিষয়টিকেও সুনিশ্চিত করছে যে দেশের একটা বিরাট অংশের জনগণ ঘর ছেড়ে বিদেশভূমে পড়ে রয়েছে শুধুমাত্র বাড়তি আয়ের জন্য।

এই রেমিট্যান্স গ্রহণের নিরিখে ২০২৪ সালে ভারতের পরেই দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। সেখানে ওই বছর বিদেশি অর্থ ঢুকেছে ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে ছিল চিন। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, ওই এক বছরে চিনে পরিযায়ীদের অর্থ হিসাবে প্রায় এসেছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।