
নয়াদিল্লি: পথ বাকি কয়েক ধাপ। ভারত-আমেরিকা বাণিজ্য় চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সময়ের অপেক্ষা, সোমবার এমনটাই জানালেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। দু’দেশের মধ্য়ে আলোচনা বেশ সক্রিয় ভাবেই এগিয়ে চলছে বলেই দাবি তাঁর।
গত সপ্তাহেই ভারতে এসেছিলন মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি রিক সুইৎজ়ার। দেশের বাণিজ্য় সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক আলোচনায় লিপ্ত হয়ে রয়েছে ভারত-আমেরিকা। শুল্ক নিয়ে তৈরি জট, আমদানি-রফতানিতে বাড়ন্ত সমস্য়া— নানা প্রসঙ্গ উঠে এসেছে দু’পক্ষের আলোচনা। কিন্তু আখেড়ে কোনও লাভ হয়নি, জটও কাটেনি।
অবশ্য, সুইৎজ়ারের সঙ্গে বৈঠকের পর বেশ সুর নরম হয়েছে নয়াদিল্লি। আশাবাদী মনোভাব ফুটে উঠছে হাবেভাবে। এদিন সাংবাদিক রাজেশ আগরওয়াল বলেন, ‘আমরা বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্তের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজটা সম্পন্ন হয়ে যাবে বলেই ধারণা।’
শুল্ক নিয়ে যাতনা কম নয়। কয়েক মাস ধরেই আমেরিকায় পণ্য পাঠাতে ৫০ শতাংশ বাড়তি শুল্ক গুনতে হচ্ছে ভারতকে। অবশ্য তাতে রফতানি কাজে যে বিশেষ প্রভাব পড়েছে এমনটা নয়। একাংশের দাবি ছিল, শুল্কের জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে, তাই রফতানি কমবে। কিন্তু তেমনটা ঠিক হয়নি। উল্টে সমগ্র বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আমেরিকাতেও রফতানি বেড়েছে ভারতের। অক্টোবরের তুলনায় নভেম্বরে ভারত থেকে আমেরিকায় মার্চেন্ডাইস পণ্য রফতানি ১০ শতাংশ বেড়েছে। যার ভারতীয় বাজারে মূল্য প্রায় ৬২ হাজার কোটি টাকার অধিক।