
নয়াদিল্লি: কোন পথে ভারত-আমেরিকার বাণিজ্যিক চুক্তি? কতটাই বা আলোচনা হল? সেই সব প্রশ্ন ঘিরে এখন নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। বিজনেস টুডের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ও ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যিক মুক্তাঞ্চল তৈরিতে জুলাই মাসের প্রথম দিকেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। অবশ্য মন্ত্রীর এই সফর নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেনি কেন্দ্র।
ওই প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুরাহা তৈরিতে জুলাইয়ের মধ্য়েই একটা প্রাথমিক সিদ্ধান্ত উপনীত হবে নয়াদিল্লি-ওয়াশিংটন। এমনকি, এই প্রসঙ্গে তারা অনেকটাই আশাবাদী বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারত-আমেরিকার বাণিজ্যিক চুক্তি নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় গিয়ে ট্রাম্প দাবি করেন, ‘আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক মকুব করে দিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ জিরো ট্যাক্স।’ যা ঘিরে চড়ে জল্পনা। তড়িঘড়ি আসরে নামতে হয় সাউথ ব্লককে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের মন্তব্যে যেমন সায় দেন না, তেমনই আবার সরাসরি বিরোধিতা করতেও নামেন না। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে ভারত-আমেরিকার জটিল আলোচনাপর্ব চলছে। এখনও বিষয়টি সম্পূর্ণ ভাবে নিষ্পত্তি হয়নি। নয়াদিল্লি পারস্পরিক ভাবে লাভজনক হওয়ার দিকেই নিজেদের পথকে প্রশস্ত করবে।’