
নয়াদিল্লি: ভারতের অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। চলতি বছরেই ভারত একধাপ এগিয়ে যাবে। বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)। চতুর্থ থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথেও ভারতের বেশিদিন লাগবে না। জার্মানিকে পিছনে ফেলে আগামী তিন বছরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণে বলেছে আইএমএফ।
আইএমএফের এপ্রিলের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণে বলা হয়েছে, চলতি বছরেই জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। আমেরিকা ও চিন বিশ্বের প্রথম দুই বৃহত্তম অর্থনীতির দেশের স্থান দখলে রাখবে। ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে ভারতের জিডিপি হতে পারে ৪১৮৭.০১৭ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে জাপানের জিডিপি পৌঁছতে পারে ৪১৮৬.৪৩১ বিলিয়ন মার্কিন ডলারে। সামান্য ব্যবধান হলেও জাপানকে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ২০২৫ সালে ভারতের জিডিপি বৃদ্ধি ৬.২ শতাংশ থাকবে বলে আইএমএফ জানিয়েছে। যদিও আগে তারা জানিয়েছিল, জিডিপি বৃদ্ধি ৬.৫ শতাংশ হবে। তা সামান্য কমালেও এটা স্পষ্ট, ভারতের আর্থিক বৃদ্ধি জাপানকে ছাড়িয়ে যাবে।
আইএমএফ বলছে, চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে আসতে ভারতের আরও তিন বছর লাগতে পারে। ২০২৮ সালের মধ্যে ভারতের জিডিপি পৌঁছে যাবে ৫৫৮৪.৪৭৬ বিলিয়ন মার্কিন ডলারে। সেইসময় জার্মানির জিডিপি হবে ৫২৫১.৯২৮ বিলিয়ন মার্কিন ডলার। ফলে জার্মানিকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুদ্ধ আবহে ভারতের অর্থনীতির জন্য এটা বড় খবর।