AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Air Force, Rafale Fighter Jet: শক্তি বাড়তে চলেছে বায়ুসেনার, এবার নতুন ১১৪ যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত!

114 Rafale Fighter, Indian Air Force: বর্তমানে ভারতীয় বায়ুসেনার স্কোয়্যাড্রনের সংখ্যা একধাক্কায় নেমে গিয়েছে প্রায় ৩০-এ। যেখানে থাকা উচিত অন্তত ৪২। ফলে, এই স্কোয়্যাড্রনের ঘাটতি মেটাতে প্রয়োজন অনেক যুদ্ধবিমান। আর সেই কারণেই নতুন টেন্ডার ডেকে যুদ্ধবিমান কিনতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে ভারতের।

Indian Air Force, Rafale Fighter Jet: শক্তি বাড়তে চলেছে বায়ুসেনার, এবার নতুন ১১৪ যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত!
আসছে নতুন রাফাল!Image Credit: PTI
| Updated on: Jan 17, 2026 | 4:31 PM
Share

ভারত–ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতায় এবার বিরাট এক পদক্ষেপ করতে চলেছে আমাদের দেশ। ভারতের বায়ুসেনা ইতিমধেই আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য উঠে পড়ে লেগেছে। বায়ুসেনা সূত্রে খবর, ফ্রান্সের সরকারের সঙ্গে ভারত সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত। লক্ষ্য একটাই, দীর্ঘ টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে দ্রুত ভারতের বায়ুসেনার শক্তি বৃদ্ধি করা।

বর্তমানে ভারতীয় বায়ুসেনার স্কোয়্যাড্রনের সংখ্যা একধাক্কায় নেমে গিয়েছে প্রায় ৩০-এ। যেখানে থাকা উচিত অন্তত ৪২। ফলে, এই স্কোয়্যাড্রনের ঘাটতি মেটাতে প্রয়োজন অনেক যুদ্ধবিমান। আর সেই কারণেই নতুন টেন্ডার ডেকে যুদ্ধবিমান কিনতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে ভারতের। সময় বাঁচাতেই সেই কারণেই ২০১৬ সালের মতো সরাসরি চুক্তিতেই আস্থা রাখছেন দেশের ও বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা।

আগামী ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ ভারতে আসতে পারেন বলেই খবর। আর তাঁর এই সফল গতি দিতে পারে এই চুক্তিকে। জানা গিয়েছে এই রাফাল চুক্তিতে ‘মেক ইন ইন্ডিয়া’র বড় একটা ভূমিকা থাকবে। জানা গিয়েছে, নাগপুরে দাসো অ্যাভিয়েশনের কারখানাতেই তৈরি হবে নতুই এই জেট। এই সব জেটের প্রায় ৬০ শতাংশ যন্ত্রাংশই তৈরি হবে ভারতে। নতুন রাফালে যুদ্ধবিমানগুলোর মধ্যে যেমন থাকবে বর্তমানের F4 ভার্সন, তেমনই এতে থাকবে আসন্ন F5 ভার্সনও। নতুন এই যুদ্ধবিমানগুলোর রাডার ও সেন্সর আগের তুলনায় অনেক উন্নত। এ ছাড়াও মনুষ্যবিহীন ড্রোনের সঙ্গে যৌথভাবে যুদ্ধও করতে পারবে এই বিমানগুলো।