Airlines: হাতের মুঠোয় ‘বিশ্ব’, চমকে দেবে ভারত থেকে আন্তর্জাতিক উড়ানে যাত্রী সংখ্যার তথ্য
Airlines: অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২০২৩ সালে আন্তর্জাতিক উড়ানে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যাত্রী সংখ্যা ছিল ৫ কোটি ৮০ লক্ষ। ২০২৪ সালে একই সময়ে তা বেড়ে হয়েছে ৬ কোটি ৪৫ লক্ষ। তথ্য বলছে, এই যাত্রী সংখ্যা মধ্যে ভারতীয় সংস্থাগুলির আন্তর্জাতিক উড়ানে ২ কোটি ৯৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।
নয়াদিল্লি: একদিকে দেশে কর্মসংস্থান বেড়েছে। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ আহ্বানে সাড়া দিয়ে বিদেশি সংস্থাগুলি ভারতে তাদের কারখানা খুলছে। এই পরিস্থিতিতে ভারত থেকে আন্তর্জাতিক উড়ানে যাত্রী সংখ্যাও বেড়েছে। কেন্দ্রের রিপোর্ট বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানগুলিতে যাত্রী সংখ্যা ছিল ৬ কোটি ৪৫ লক্ষ। এই একই সময়ে ২০২৩ সালে আন্তর্জাতিক উড়ানে যাত্রী সংখ্যার থেকে যা ১১.৪ শতাংশ বেশি। দেশীয় উড়ানের ক্ষেত্রেও যাত্রী সংখ্যা ৫.৯ শতাংশ বেড়েছে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২০২৩ সালে আন্তর্জাতিক উড়ানে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যাত্রী সংখ্যা ছিল ৫ কোটি ৮০ লক্ষ। ২০২৪ সালে একই সময়ে তা বেড়ে হয়েছে ৬ কোটি ৪৫ লক্ষ। তথ্য বলছে, এই যাত্রী সংখ্যা মধ্যে ভারতীয় সংস্থাগুলির আন্তর্জাতিক উড়ানে ২ কোটি ৯৮ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। আর বিদেশি সংস্থাগুলির আন্তর্জাতিক উড়ানে সেই সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ।
অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১.০২ মিলিয়ন ফ্লাইট উড়েছে। সবমিলিয়ে যাত্রী সংখ্যা ১৪ কোটি ৬৪ লক্ষ। সেখানে ২০২৩ সালে এই সময়ে ০.৯৭ মিলিয়ন অন্তর্দেশীয় উড়ানে ১৩ কোটি ৮২ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অন্তর্দেশীয় উড়ানে ২০২৩ সালের এই নির্দিষ্টি সময়ের নিরিখে ৫.৯ শতাংশ যাত্রী সংখ্যা বেড়েছে।
এই খবরটিও পড়ুন
একদিনে যাত্রী বহনের ক্ষেত্রে নতুন রেকর্ডও হয়েছে ২০২৪ সালে। ১৭ নভেম্বর অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে একদিনে যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষের বেশি। এই প্রথম একদিনে পাঁচ লক্ষের বেশি অন্তর্দেশীয় যাত্রী সংখ্যা পেরোল।