UPI-Powered ATM: কার্ডের দরকারই নেই! মোবাইলের ক্যামেরা খুললেই ATM থেকে বেরবে কড়কড়ে নোট

UPI-Powered ATM: তবে এই সমস্যার এবার একেবারে সমাধান করে ফেলেছে Slice। এটি একটি ফিনটেক সংস্থা। যারা সম্প্রতি কার্ড ছাড়াও এটিএম থেকে টাকা তোলার উপায় বের করে ফেলেছে।

UPI-Powered ATM: কার্ডের দরকারই নেই! মোবাইলের ক্যামেরা খুললেই ATM থেকে বেরবে কড়কড়ে নোট
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Jul 07, 2025 | 3:57 PM

নয়াদিল্লি: কখনও এরকম হয়েছে ATM মেশিন থেকে টাকা তুলতে গিয়েছেন, কিন্তু কার্ডটা নিয়ে যাননি। ভুলে যাওয়ার বাতিক তো প্রায় সকলের। লাইনে দাঁড়িয়ে মনে পড়ে, ‘যাহ! এটিএম কার্ডটাই তো নিয়ে আসা হয়নি।’ তখন আর উপায়। আবার যাও বাড়ি।

তবে এই সমস্যার এবার একেবারে সমাধান করে ফেলেছে Slice। এটি একটি ফিনটেক সংস্থা। যারা সম্প্রতি কার্ড ছাড়াও এটিএম থেকে টাকা তোলার উপায় বের করে ফেলেছে। ইতিমধ্যে বেঙ্গালুরুতে বসানো হয়েছে ATM। যেখানে্ UPI-তে পেমেন্ট করে যে কেউ টাকা তুলতে অথবা নিজের অ্যাকাউন্টে ঢালতে পারবেন। একটা QR স্ক্যান করলেই হাতে এসে যাবে নগদ। নেই কার্ডেরও ঝঞ্ঝা।

সংস্থা তরফে জানা গিয়েছে, শুধুই ATM মেশিন নয়। দেশের প্রথম UPI-Powered ব্যাঙ্কের শাখাও খুলে ফেলেছে তারা। যেখানে নগদ বা ব্যাঙ্কের বইয়ের কোনও কাজই নেই সবটাই ডিজিটাল। এদিন Slice-এর কার্যনির্বাহী কর্তা সতীশ কুমার কালরা বলেন, ‘ব্যাঙ্কিংয়ে আমার অভিজ্ঞতা ৪০ বছরের বেশি। আমি বহু বদলও দেখেছি। কিন্তু আমার মনে হয়, ব্যাঙ্কিং সেক্টরে এই বদলটা একেবারে ঐতিহাসিক। যা আগে কখনও হয়নি।’

তাঁর সংযোজন, ‘এরপর ক্রেডিট কার্ডকে UPI ভিত্তিক করে দেওয়া হবে পরবর্তী বড় পদক্ষেপ। যা তখনই সফল হবে, যখন গোটা ব্যাঙ্কিং সেক্টর এক সঙ্গে কাজ করবে। এমনকি, এই বদলগুলি চিরাচরিত ব্যাঙ্কিংয়ের ধারণাকেও একেবারে বদলে দেবে।’