India’s Forex Reserves: এক লাফে ৬ হাজার কোটি! রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক ভাণ্ডারে টাকার ছড়াছড়ি
India's Forex Reserves: রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই যা ভাণ্ডারে মজুত ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো শক্তিশালী মুদ্রার প্রভাবকে দর্শায়। তবে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে যখন দ্রত বৃদ্ধি দেখা গিয়েছে, সেই সময়কালে অনেকটাই বেগ পেয়েছে রিজার্ভ ব্যাঙ্কে সোনা মজুতের পরিমাণ।

নয়াদিল্লি: বাড়ল ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ। গত মাসের ২৫ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১০০ কোটি মার্কিন ডলার থেকে ৬ হাজার ৮৮ কোটি মার্কিন ডলার পৌঁছে গিয়েছে বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ। এই নিয়ে আট সপ্তাহ ধরে টানা বৃদ্ধি দেখা গিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে।
তবে টানা আট সপ্তাহ ধরে বৃদ্ধির পরেও বৈদেশিক মুদ্রা মজুতের সর্বকালীন রের্কড ভাঙতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল সাত হাজার কোটি মার্কিন ডলার। যা এই বছরে এসে ঠেকেছে ৬ হাজার কোটিতে। এছাড়াও, বৃদ্ধি পেয়েছে বৈদেশিক মুদ্রার সম্পদের (Foreign Currency Assets) পরিমাণ। ২০০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৫ হাজার ৮০ কোটি মার্কিন ডলারে।
কিন্তু কী এই FCA? রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই যা ভাণ্ডারে মজুত ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো শক্তিশালী মুদ্রার প্রভাবকে দর্শায়। তবে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে যখন দ্রত বৃদ্ধি দেখা গিয়েছে, সেই সময়কালে অনেকটাই বেগ পেয়েছে রিজার্ভ ব্যাঙ্কে সোনা মজুতের পরিমাণ। এই সপ্তাহে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে মজুত থাকা সোনার পরিমাণ ২০ কোটি মার্কিন মূল্যের সমান পতন হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ বিদেশি মুদ্রা ভাণ্ডার?
একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধরে তার বৈদেশিক মুদ্রা ভাণ্ডার। ডলার বা বিশ্বের অন্যান্য শক্তিশালী মুদ্রার সামনে কতটা পড়বে বা কতটা উঠবে একটি দেশের মুদ্রা, তা নির্ভর করে তার বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের উপর। এছাড়াও , বাণিজ্য খাতে মূলত আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা ভাণ্ডার রাখা প্রয়োজন।

