Job in India: অ্যাপলের হাত ধরেই ২০,০০০ চাকরি, অন্য সংস্থাতেও বিপুল কর্মসংস্থানের সুযোগ
Job in India: শুধু অ্যাপল নয়, Foxconn, Wistron ও Pegatron সংস্থাগুলিও প্রচুর কর্মসংস্থানের কথা বলছে। ভারতের প্রোডাকশন লিংকড ইনসেনটিভের আওতায় এই সংস্থাগুলি আবেদন জানিয়েছে ইতিমধ্যেই।

নয়া দিল্লি: অ্যাপল-এর অপারেশন ভারতে চালু হওয়ার পর বড়সড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। DigiTimes Asia-র রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত অ্যাপল-এ ২০,০০০ কর্মসংস্থান হয়েছে। করোনা পরিস্থিতি তৈরি না হলে এই সংখ্যা আরও বাড়তে পারত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু অ্যাপল নয়, Foxconn, Wistron ও Pegatron সংস্থাগুলিও প্রচুর কর্মসংস্থানের কথা বলছে। ভারতের প্রোডাকশন লিংকড ইনসেনটিভের আওতায় এই সংস্থাগুলি আবেদন জানিয়েছে ইতিমধ্যেই।
Foxconn ও Wistron -এর যা পরিকল্পনা আছে, তা যদি বাস্তবায়িত হয়, তাহলে ২৩,০০০ চাকরির সুযোগ তৈরি হবে। ২০২০ সালেই Foxconn-এর কর্মীর সংখ্যা পৌঁছে গিয়েছিল ১০ হাজারে। এছাড়া Pegatron-এর পরিকল্পনা রয়েছে ৬ থেকে ৭ হাজার কর্মী নিয়োগ করার। তবে Pegatron এখনও অপারেশন শুরু করেনি, শুধুমাত্র জায়গাটাই স্থির হয়েছে।
ভারতে অ্যাপলের সাপ্লায়ারের সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে বাড়বে কর্মীসংখ্যাও। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারতে অ্যাপল মোবাইল তৈরি করা শুরু করেছে। সব নতুন মডেলও এখন তৈরি করা হয় ভারতে।





