IndusInd Bank Share: টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন? দেশের এই বড় ব্যাঙ্কে দেড় হাজার কোটির গরমিল! মাথায় হাত লক্ষ লক্ষ গ্রাহকের

IndusInd Bank Share: এদিকে আবার সেনসেক্স যখন সামনে এগোচ্ছে, সেই সময়ই ধড়াম করে পড়়ে গেল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দর। মঙ্গলবার সকাল ১১.৪৫ পর্যন্ত ২৩ শতাংশ পড়ে এই ব্যাঙ্কের শেয়ারের দর দাঁড়িয়েছে ৬৯৩ টাকায়।

IndusInd Bank Share: টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন? দেশের এই বড় ব্যাঙ্কে দেড় হাজার কোটির গরমিল! মাথায় হাত লক্ষ লক্ষ গ্রাহকের
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 11, 2025 | 1:59 PM

নয়াদিল্লি: গত দু’দিনে পড়েছিল ১০ শতাংশ। মঙ্গলবার শেয়ার বাজার খুলতেই আবার বড় ধাক্কা খেল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এদিন বাজার খোলার আগেই বিপদ সংকেত দিয়েছিল আমেরিকার ওয়াল স্ট্রিট। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ট্রেড-যুদ্ধ’ নিয়ে করা মন্তব্যের পর থেকেই মার্কিন শেয়ার বাজারে লেগেছে সংক্রমণ। পুঁজি বাঁচাতে নিজেদের শেয়ার বিক্রি করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

যার জেরে প্রভাব পড়েছে দেশ-বিদেশের একাধিক শেয়ার বাজারে। প্রভাব পড়ার সম্ভবনা ছিল ভারতীয় শেয়ার বাজারেও। তবে তা আপাতত হয়নি বললেই চলে। টালমাটাল পায়েই এগিয়ে চলেছে সেনসেক্স। এদিকে আবার সেনসেক্স যখন সামনে এগোচ্ছে, সেই সময়ই ধড়াম করে পড়়ে গেল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দর। মঙ্গলবার সকাল ১১.৪৫ পর্যন্ত ২৩ শতাংশ পড়ে এই ব্যাঙ্কের শেয়ারের দর দাঁড়িয়েছে ৬৯৩ টাকায়।

কিন্তু কেন এমন পতনের মুখে এই সংস্থার শেয়ার? জানা গিয়েছে, বর্তমানে সেই ব্যাঙ্কের কর্মকর্তা সুমন্ত কাঠপালিয়া কাজের মেয়াদ শেষ হওয়ার পর মাত্র এক বছর মেয়াদ বর্ধিত করায় ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার আকাশ দেখছেন বিনিয়োগকারীরা। যার জেরে পড়ছে সংস্থার শেয়ারের দর।

কিন্তু একজন কর্মকর্তা নিয়োগ নিয়ে কি শেয়ারের দর এতটা পড়তে পারে? হয় তো না। কর্মকর্তার কাজের মেয়াদ বর্ধিতকরণ নিয়ে যখন বাড়ছে চাপান-উতোর। সেই আবহেই নতুন করে প্রশ্নের মুখে পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সংস্থা সূত্রে খবর, ব্যাঙ্কের অভ্যান্তরীণ খাতে বা ডেরিভেটিভ অ্য়াকাউন্টে লেনদেন সংক্রান্ত গাফিলতি পাওয়া গিয়েছে। যার জেরে প্রায় দেড় হাজার কোটি টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়তে পারে এই সংস্থা। আর এই খবর ছড়াছড়ি হতেই মঙ্গলবার শেয়ার বাজারে বিরাট ধাক্কা খেল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এই গাফিলতির নেপথ্যে কার বা কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখতে বহিরাগত তদন্তকারীও নিয়োগ করা হয়েছে ব্যাঙ্কের কর্তৃপক্ষ তরফে।