কলকাতা: দিন পেরোলেই নতুন বছর। আর নতুন বছর মানেই ভূরি ভূরি রেজোলিউশন। এবার নতুন বছরে একটা প্রতিশ্রুতি নেওয়া যাক নিজেদের আর্থিক উন্নতির উপরেও। এক বছরে এক কোটি? সম্ভব কি এত টাকা জমানো, তাও আবার এক বছরে। অঙ্ক বলছে সম্ভব।
যদি আপনি প্রতি মাসে আট লক্ষ টাকা কোনও সাধারণ ইনডেক্স ফান্ডে SIP করেন। এবং তা যদি খুব নগন্য রিটার্নও দেয় তাহলে বছর শেষে আপনি এক কোটি টাকা জমাতে সার্থক হবেন। এক্ষেত্রে আট লক্ষ টাকা প্রতি মাসে বার্ষিক ৬.৫ শতাংশ রিটার্নের সঙ্গে শেয়ার বাজার আপনার হাতে তুলে দেবে এক কোটি টাকা।
কিন্তু মাসে এত টাকা বিনিয়োগ করা তো সাধারণের পক্ষে একেবারেই অসম্ভব। একজন সাধারণ মধ্যবিত্ত। যিনি হয়তো খুব খেটেও মাসে সর্বসাকুল্যে ৩৫ হাজার টাকা রোজগার করেন। তার জন্য তো এক কোটি দুয়ার একেবারে স্বপ্ন। না, ঠিক তেমনটা নয়। কোটি টাকা জমানোর গোপন রহস্য ফাঁস করেছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।
তারা জানিয়েছেন, একজন ৩০ বছর বয়সি ব্যক্তি যদি ৩৫ হাজার টাকা রোজগার করেন। এবং প্রথম দিন থেকে সে যদি ১০ হাজার টাকা প্রতি মাসে কোনও ইনডেক্স ফান্ডে গড়ে ১২ শতাংশ বার্ষিক রিটার্নের সঙ্গে বিনিয়োগ করা শুরু করে, তবে মাত্র ২১ বছরেই এক কোটি টাকার পুঁজি তিনি তৈরি করে ফেলবেন।