
কলকাতা: কিছুতেই থামছে না পতন। গত পাঁচ মাসে বিনিয়োগকারীদের ভয়াবহ হাল করেছে শেয়ার বাজার। মাসের শেষ ট্রেডিং দিনে ছবিতে বদল দেখা গেল না। উল্টে গতরাতে ট্যারিফ চাপানো নিয়ে ট্রাম্পের করা ঘোষণার পর হুড়মুড়িয়ে পড়ল ভারতীয় শেয়ার বাজার।
শুক্রবার গোটা দিনে ১৪০০ পয়েন্ট পড়ে ৭৩ হাজার ১৯২ পয়েন্ট এসে ঠেকেছে সেনসেক্সের সূচক। অন্যদিকে, একই হালে নিফটি ৫০-এরও। এদিন মোটের উপর ৪০০ পয়েন্ট পড়ে গিয়েছে এই সূচক। এই পতনের প্রসঙ্গে নিফটি মিডক্যাপ ও স্মলক্য়াপের কথা তো না বললেই নয়। গত এক মাসে যথাক্রমে ১১ ও ১৩ শতাংশ পড়ে গিয়েছে এই দুই সূচক।
শেয়ার বাজারে গতি আনতে গত এক মাসে পূর্ণাঙ্গ বাজেট করছাড়, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু, ট্রাম্পের ট্য়ারিফ যুদ্ধের প্রভাবের সামনে যেন ফিকে পড়ছে সমস্ত পদক্ষেপ। এমতাবস্থায়, আবার গতকাল মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করে দিলেন যে আগামী মাসের ৪ তারিখ থেকে চিন, কানাডা, মেক্সিকোর পণ্য়ে বাড়তি কর লাগু করে দেবে তারা। আর তারপর সকাল হতেই ভারতীয় শেয়ার বাজারে হুড়মুড়িয়ে পতন।
একটি পরিসংখ্য়ান অনুযায়ী, শুক্রবার সকালের ট্রেডিংয়েই পতনের কারণে ৭ লক্ষ ৪৬ কোটি টাকা খুইয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। পড়েছে একের পর এক বড় বড় সংস্থার শেয়ার। দাম পড়েছে মাহিন্দ্রা, ইন্ডাসইন্ড, মারুতি, এইচসিএল-এর মতো সংস্থার শেয়ারেরও।