1000 Note: ১০০০ টাকার নোট কি আবার চালু হবে? জবাব দিল সরকার

Rs 1000 note: কেন্দ্রীয় সরকার কি ১০০০ টাকার নোট আবার চালু করবে? বাদল অধিবেশনে সংসদে এমন প্রশ্নও উত্থাপন করেন বিরোধীরা। যদিও এর সরাসরি জবাব দেননি অর্থ প্রতিমন্ত্রী।

1000 Note: ১০০০ টাকার নোট কি আবার চালু হবে? জবাব দিল সরকার
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 12:37 AM

নয়া দিল্লি: মাস কয়েক আগেই ২০০০ টাকার নোট (Rs 2000 note) নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এবার বাদল অধিবেশনে উত্থাপিত হল এই বিষয়টি। ২০০০ টাকার নোট তো বন্ধ হচ্ছে, তার পরিবর্তে কী আসছে? ১০০০ টাকার নোট (Rs 1000 note) কি আবার চালু হচ্ছে? সংসদে সরকারের সামনে এমন প্রশ্ন উঠেছে। আবার ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর। ততক্ষণ পর্যন্ত ২০০০ টাকার নোট আইনি টেন্ডার হিসাবে কাজ করবে বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই সময়সীমা কি আরও বাড়ানো যেতে পারে? এমন প্রশ্নও উঠছে। এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে সরকার।

২০০০ টাকার নোট জমা দেওয়ার তারিখ কি বাড়ানো হবে?

সংসদের বাদল অধিবেশনে বিরোধী দলের কয়েকজন নেতার পক্ষ থেকে সরকারের কাছে ২০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হবে কিনা প্রশ্ন করা হয়। এর জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্টত জানান, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না। তিনি আরও বলেন, “৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা রয়েছে। পুরো দেশকে নির্ধারিত সময়ের মধ্যে ২০০০ টাকার নোট জমা দিতে হবে। এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে ২০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য ২ মাসেরও বেশি সময় বাকি আছে।” যদিও এই সময়ের মধ্যে ব্যাঙ্কে অনেক ছুটি রয়েছে। তবে এই যুক্তি মানতে নারাজ সরকার।

আবার কি নোটবন্দি হবে?

সংসদে অর্থমন্ত্রককে প্রশ্ন করা হয়েছিল, কালো টাকা দূর করতে সরকার আবার কি নোটবন্দির পরিকল্পনা করছে? জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, সরকার মুদ্রা বাতিল বা বন্ধ করার কোনও চিন্তা-ভাবনা করছে না।

১০০০ টাকার নোট কি আবার চালু হবে?

কেন্দ্রীয় সরকার কি ১০০০ টাকার নোট আবার চালু করবে? বাদল অধিবেশনে সংসদে এমন প্রশ্নও উত্থাপন করেন বিরোধীরা। যদিও এর সরাসরি জবাব দেননি অর্থ প্রতিমন্ত্রী। তিনি জানান, রিজার্ভ ব্যাঙ্কের মতে, ২০০০ টাকার নোট তুলে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল মুদ্রা ব্যবস্থাপনার অপারেশন। অন্যদিকে, ২০০০ টাকার নোটের বিনিময়ে অন্যান্য নোটের যে পরিমাণ ব্যাঙ্কে জমা করা হচ্ছে তা অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে যথেষ্ট। তাই দেশবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বর্তমানে ভারতের সবচেয়ে বড় মুদ্রা হচ্ছে ৫০০ টাকার নোট বলেও উল্লেখ করেছেন অর্থ প্রতিমন্ত্রী। অর্থাৎ সাম্প্রতিককালে ১০০০ টাকার নোট পুনরায় চালু করার পরিকল্পনা যে সরকার করছে না, তা একপ্রকার স্পষ্ট করে দেন অর্থ প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসে নরেন্দ্র মোদীর সরকার ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ করে দেয়। পরিবর্তে চালু করা হয় নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এরপর চলতি বছরের মে মাসে ২০০০ টাকার নোট বন্ধ করার ঘোষণা করা হয়। তবে এবার হঠাৎ করে নয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময়সীমা ধার্য করা হয়েছে।